ছেলেদের বিভাগে আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা হয়নি কোনও ভারতীয় ক্রিকেটারের। তবে মেয়েদের বিভাগে আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে রয়েছেন দু'জন ভারতীয় ক্রিকেটার।
২০২৪ সালের ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে আইসিসি বেছে নেয় মেয়েদের বর্ষসেরা ওয়ান ডে দল। সেরা একাদশের ওপেনার নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধনা। এছাড়া স্পিনার অল-রাউন্ডার হিসেবে বর্ষসেরা দলে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা।
আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ান ডে দলে দুই ভারতীয় ক্রিকেটার ছাড়া রয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। সেরা একাদশের ক্যাপ্টেন নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। তিনি মন্ধনার ওপেনিং পার্টনার নির্বাচিত হয়েছেন। এছাড়া মিডল অর্ডারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ।
মেয়েদের বর্ষসেরা ওয়ান ডে দলের উইকেটকিপার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অ্যামি জোনস। অ্যামি ছাড়াও ইংল্যান্ডের দুই বোলার সোফি একলেস্টোন ও কেট ক্রস রয়েছেন সেরা একাদশে। মিডল অর্ডারে রয়েছেন দুই অজি তারকা অ্যাশলেই গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড। টপ-মিডল অর্ডারে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আপাতাত্তু ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।
ব্যাটিং অর্ডার অনুযায়ী সাজালে ওপেনে মন্ধনা ও উলভার্ট, তিন নম্বরে অতাপাত্তু ও চার নম্বরে রয়েছেন ম্যাথিউজ। পাঁচে রয়েছেন মারিজান কাপ। ছয় ও সাতে রয়েছেন যথাক্রমে গার্ডনার ও সাদারল্যান্ড। আট নম্বরে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার অ্যামি। নয় নম্বরে নাম রয়েছে স্পিনার অল-রাউন্ডার দীপ্তি শর্মার। ব্যাটিং অর্ডারের শেষ ২টি জায়গায় রয়েছেন দুই ব্রিটিশ তারকা একলেস্টোন ও কেট ক্রস।
আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ান ডে টিম
স্মৃতি মন্ধনা (ভারত), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, ক্যাপ্টেন), চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলেই গার্ডনার (অস্ট্রেলিয়া), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), অ্যামি জোনস (ইংল্যান্ড, উইকেটকিপার), দীপ্তি শর্মা (ভারত), সোফি একলেস্টোন (ইংল্যান্ড), কেট ক্রস (ইংল্যান্ড)।