শুভব্রত মুখার্জি:- মাত্র কয়েকদিন আগেই চরম হতাশার সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতীয় দল হেরে গিয়েছিল। তাদের হারিয়ে দেয় শ্রীলঙ্কা দল। এই হারের হতাশার মধ্যে ও ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এল কিছুটা ভালো খবর। দুই ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধনা এবং শেফালি বর্মা এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার লড়াইতে ঢুকে পড়লেন তাঁরা। দুই ভারতীয় ওপেনারের সঙ্গে এবার মাস সেরার লড়াইতে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ও। শ্রীলঙ্কা তাদের মেয়েদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার এশিয়া কাপ জিতেছে। মূলত চামারি আতাপাত্তুর পারফরম্যান্স এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভারতীয় সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা গত মাসে অর্থাৎ জুনে মাস সেরা ক্রিকেটার হয়েছেন।জুলাই মাসে ও তিনি রয়েছেন সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে। ফলে তাঁর লক্ষ্য পরপর দুই মাসে পরপর দুবার আইসিসির মাস সেরা হওয়া। জুলাই মাসে তিনি টি-২০ ফর্ম্যাটে ২৭৩ রান করেছেন। গড় ৬৮.২৫। স্ট্রাইক রেট ১৩৯.২৮। জুলাই মাসে তিনি ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান অফ টেস্টে চেন্নাইতে তিনি ১৪৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।অপর ওপেনার এবং জুলাই মাস সেরার দৌড়ে থাকা শেফালি বর্মার সঙ্গে জুটি বেঁধে তিনি প্রথম উইকেটে ২৯২ রান যোগ করেছিলেন। সেই ম্যাচে ভারত ১০ উইকেটে জিতেছিল। মূলত এই ওপেনিং জুটি সেদিন ভারতের জয়ের পথ প্রশস্ত করেছিলেন।
পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুই টি-২০ ম্যাচে তিনি শতরান করেছিলেন। শেষ টি-২০ ম্যাচে করেছিলেন অপরাজিত ৫৪ রান।মেয়েদের এশিয়া কাপে তিনি করেছেন ১৭৩ রান। ফাইনালে তিনি করেন ৪৭ বলে ৬০ রান। অন্যদিকে শেফালি বর্মা জুলাই মাসে টেস্টে ২২৯ এবং টি-২০'তে ২৪৫ রান করেছেন। মিতালি রাজের পরবর্তীতে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতরান করার নজির গড়েন তিনি। ১৯৪ বলে ২০০ রান সম্পন্ন করে মহিলাদের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করার নজির ও গড়েছেন তিনি।
অপরদিকে চামারি আতাপাত্তুর নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার মেয়েদের এশিয়া কাপ জয়ের নজির গড়েছে। বাঁহাতি এই ব্যাটার এশিয়া কাপে করেছেন ৩০৪ রান। গড় ১০১.৩৩। স্ট্রাইক রেট ১৪৬.৮৫। মালয়েশিয়ার বিরুদ্ধে এশিয়া কাপে প্রথম ব্যাটার হিসেবে শতরান করার নজির গড়েন তিনি। এই ম্যাচে ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।