ICC মহিলা টি-টোয়েন্টি দল ২০২৪ ঘোষণা, জায়গা পেলেন ভারতীয় দলের স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। শনিবার আইসিসি ২০২৪ সালের মহিলা টি-টোয়েন্টি দল প্রকাশ করেছে। সেই দলের ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই দলে ভারতের তিন তারকা জায়গা পেয়েছেন। এই দলে স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা ও রিচা ঘোষ জায়গা পেয়েছেন।
এই তালিকা ভারতের ক্রিকেট প্রতিভার গভীরতাকে তুলে ধরেছে। যেখানে তিনজন ভারতীয় খেলোয়াড় তাদের দলের সাফল্যের জন্য পুরো বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আরও পড়ুন… কেন ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না রুতুরাজ? রহস্য ফাঁস করলেন অশ্বিন
স্মৃতি মন্ধনার দুর্দান্ত বছর-
স্মৃতি মন্ধনা দারুণ একটি বছর কাটিয়েছেন, ২৩ ম্যাচে ৭৬৩ রান করে আইসিসি মহিলা টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। ২০২৪ সালে স্মৃতির ধারাবাহিক পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল। যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস দিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিনটি অর্ধশতক দিয়ে বছর শেষ করেছেন তিনি।
রিচা ঘোষের বিস্ফোরক ব্যাটিং
২০২৪ সালে রিচা ঘোষ তার আগ্রাসী ব্যাটিং দিয়ে বিশ্বের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছেন। ২১ ম্যাচে ৩৬৫ রান করেছেন ৩৩.১৮ গড় ও ১৫৬.৬৫ স্ট্রাইক রেটে। তাঁর অন্যতম সেরা ইনিংস ছিল সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। সেই ম্যাচে মাত্র ২৯ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন রিচা ঘোষ।
আরও পড়ুন… IND vs ENG 1st T20I: শামিই আজকের ম্যাচের স্টার, দর্শকরা ওঁর জন্য আসবেন, অকপট স্নেহাশিষ
দীপ্তি শর্মার অলরাউন্ড নৈপুণ্য
ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা ২০২৪ সালে অফস্পিনে অসাধারণ পারফর্ম করেছেন। ১৭.৮০ গড়ে ৩০টি উইকেট নিয়েছেন মাত্র ৬.০১ ইকোনমিতে। তাঁর সেরা পারফরম্যান্সের মধ্যে ছিল নেপালের বিরুদ্ধে ৩/১৩ ও পাকিস্তানের বিপক্ষে ৩/২০।
লরা উলভারডের নেতৃত্বে অল-স্টার দল
এই অল-স্টার দলকে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভারড, যিনি ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তার দলকে অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন। তার সতীর্থ মারিজান ক্যাপ অলরাউন্ড নৈপুণ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুও দলে জায়গা পেয়েছেন, যিনি মহিলাদের এশিয়া কাপে দুটি সেঞ্চুরি করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, ইংল্যান্ডের নাট সিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের মেলি কের তাদের অলরাউন্ড নৈপুণ্যের জন্য দলে নিজেদের জায়গা করে নিয়েছেন। আইরিশ পেস-অলরাউন্ডার অর্লা প্রেন্ডারগাস্ট ও পাকিস্তানি বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল এই শক্তিশালী একাদশের বাকি দুটি স্থান পূরণ করেছেন।
আরও পড়ুন… IPL-এ রেকর্ড অর্থ পাওয়া পন্তের ভারতীয় একাদশে জায়গা পাওয়া কঠিন, ইঙ্গিত মিলল সূর্যের কথায়
এই বছরের আইসিসি মহিলা টি-টোয়েন্টি দল মহিলাদের ক্রিকেটের ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও দক্ষতা তুলে ধরে, যেখানে বিভিন্ন দেশের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয়েছে।
আইসিসি মহিলা টি-টোয়েন্টি দল ২০২৪
লরা উলভারড (অধিনায়ক), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), স্মৃতি মন্ধনা, রিচা ঘোষ (উইকেটকিপার) ও দীপ্তি শর্মা (ভারত); চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা); হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ); নাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড); মেলি কের (অস্ট্রেলিয়া); অর্লা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড); সাদিয়া ইকবাল (পাকিস্তান)।