বাংলা নিউজ > ক্রিকেট > WTC Scenarios: ঘরের মাঠে বাংলাদেশ ও কিউয়িদের হারালেই কেল্লা ফতে! রোহিতদের ফাইনালে ওঠার সম্ভাবনা কতটা?

WTC Scenarios: ঘরের মাঠে বাংলাদেশ ও কিউয়িদের হারালেই কেল্লা ফতে! রোহিতদের ফাইনালে ওঠার সম্ভাবনা কতটা?

ঘরের মাঠে বাংলাদেশ ও কিউয়িদের হারালেই কেল্লা ফতে ভারতের! ছবি- বিসিসিআই।

ICC World Test Championship: চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ভারত আর ১০টি ম্যাচে মাঠে নামবে। টিম ইন্ডিয়া ৫টি ম্যাচ খেলবে ঘরের মাঠে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে থেকে ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নামছে। ঠিক তার পরেই টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে মাঠে নামবে। আপাতত দেখে নেওয়া যাক রোহিত শর্মাদের টানা তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা কতটা।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ভারতের ৩টি সিরিজের ফলাফল

১. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় ভারত।

২. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ ১-১ ড্র করে টিম ইন্ডিয়া।

৩. ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে ৪-১ ব্যবধানে জয় তুলে নেন রোহিত শর্মারা।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ভারতের যে ৩টি সিরিজ বাকি

১. ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজ খেলবে ভারত।

২. নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

৩. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ৫টি টেস্ট খেলবে ভারতীয় দল।

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতের অবস্থান

ভারত এখনও পর্যন্ত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৯টি টেস্টে মাঠে নেমে ৬টি জয় তুলে নিয়েছে। টিম ইন্ডিয়ার ১টি টেস্ট ড্র হয় এবং ভারতীয় দল পরাজিত হয় ২টি টেস্টে। ভারত ৬৮.৫২ শতাংশ হারে সাকুল্যে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারিত হয় সংগৃহীত পয়েন্টের শতকরা হার অনুযায়ী। পয়েন্ট সংখ্যা অনুযায়ী নয়।

আরও পড়ুন:- Devdutt Padikkal Misses Hundred: শ্রেয়স-স্যামসন ডাহা ফেল, শতরান হাতছাড়া পাডিক্কালের, প্রথম ইনিংসে বড় লিড মায়াঙ্কদের

ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা

ভারত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এখনও ১০টি টেস্টে মাঠে নামবে। উল্লেখযোগ্য বিষয় হল, টিম ইন্ডিয়া ঘরের মাঠে খেলবে ৫টি টেস্ট। হতে পারে অস্ট্রেলিয়া সফরে রোহিতরা কেমন ফলাফল করলেন, সেই ভিত্তিতেই নির্ধারিত হবে ভারত লিগ টেবিলের প্রথম দুইয়ে থেকে ফাইনালে উঠবে কিনা। তবে ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে না হারলেই রোহিতরা টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা পরিস্কার করে ফেলবেন। টিম ইন্ডিয়ার পয়েন্ট সংগ্রহের হার ৮৫.০৯ শতাংশে পৌঁছতে পারে।

আরও পড়ুন:- County Championship: ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের- ভিডিয়ো

টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলির নিরিখে কোন দল সর্বোচ্চ কত শতাংশে পৌঁছতে পারে

১. ভারত পৌঁছতে পারে ৮৫.০৯ শতাংশে।
২. নিউজিল্যান্ড পৌঁছতে পারে ৭৮.৫৭ শতাংশে।
৩. অস্ট্রেলিয়া পৌঁছতে পারে ৭৬.৩২ শতাংশে।
৪. বাংলাদেশ পৌঁছতে পারে ৭২.৯২ শতাংশে।
৫. দক্ষিণ আফ্রিকা পৌঁছতে পারে ৬৯.৪৪ শতাংশে।
৬. শ্রীলঙ্কা পৌঁছতে পারে ৬৯.২৩ শতাংশে।
৭. পাকিস্তান পৌঁছতে পারে ৫৯.৫২ শতাংশে।
৮. ইংল্যান্ড পৌঁছতে পারে ৫৭.৯৫ শতাংশে।
৯. ওয়েস্ট ইন্ডিজ পৌঁছতে পারে ৪৩.৫৯ শতাংশে।

আরও পড়ুন:- All-Time India ODI XI: সর্বকালের সেরা ভারতীয় দলে জায়গা হল না দুই ১০ হাজারির! গম্ভীরকেও বাদ দিলেন চাওলা

তবে সব দল তাদের সব ম্যাচ জিতবে না নিশ্চিত। সুতরাং, সম্ভাব্য এই অঙ্কে পৌঁছনো সম্ভব হবে না সবার পক্ষে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে চমকে দিতে পারলে বাংলাদেশ সুবিধাজনক পরিস্থিতিতে পৌঁছতে পারে। তবে ভারত সফরে নাজমুলদের অঘটন ঘটানো মুশকিল।

অন্যদিকে অস্ট্রেলিয়া যদি ঘরের মাঠে ভারতকে হারাতে পারে, তার পরেও শ্রীলঙ্কায় গিয়ে তাদের পয়েন্ট সংগ্রহ করতে হবে। নিউজিল্যান্ডকে ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে উপমহাদেশে ২টি সিরিজ খেলতে হবে। সব মিলিয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি হোম সিরিজে সব ম্যাচ জিতলে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া আটকাবে না বলেই ধরে নেওয়া যায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.