কোথায় অনুষ্ঠিত হবে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি? এনিয়ে গত কয়েকদিন ধরে তুঙ্গে ছিল চর্চা। অনেক রিপোর্টেই দাবি করা হচ্ছিল পাকিস্তানের পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। তবে এইসব জল্পনার মাঝে প্রতিযোগিতার নতুন প্রোমো প্রকাশ করল ICC। যেখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে পাকিস্তানেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। যদিও ভারত পাকিস্তানে খেলতে যাবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। বিতর্কের মাঝে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছিল ICC-এর তরফে। তা খারিজ করে দেয় পাকিস্তান। যেই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি সে দেশ থেকে সরে যাওয়ার জোরাল সম্ভাবনা দেখা যায়। কিন্তু নতুন প্রোমো প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে অনেক স্পষ্টতা পাওয়া গেছে।
ICC-র তরফে প্রকাশিত প্রোমোতে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন লোগো দেখা যাচ্ছে। নতুন প্রোমোটি বেশ চমকপ্রদ। লোগোটি চিরাচরিত লোগোর থেকে আলাদা। তবে ICC যতই নতুন প্রোমো প্রকাশ করুক না কেন, এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের সম্পর্ক। এখনও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে দড়ি টানাটানি চলছে। ভারত সরকারের তরফে এখনও প্লেয়ারদের নিরাপত্তার বিষয় মাথায় রেখে সে দেশে যাওয়ার ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়নি। এরকম পরিস্থিতিতে জোর জল্পনা শুরু হয়, তবে কী হাইব্রিড মডেলে এই প্রতিযোগিতা আয়োজন হবে? এর আগে এশিয়া কাপেও এক পরিস্থিতি তৈরি হয়েছিল। যেখানে ভারত পাকিস্তানে যেতে অস্বীকার করায় শ্রীলঙ্কা যৌথ ভাবে টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পেয়েছিল। তবে এবার পাকিস্তান তা মানতে নারাজ। তারা চাইছে সব ম্যাচগুলো তাদের দেশেই আয়োজিত হোক।
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ICC-র কাছে ভারতের অবস্থান স্পষ্ট করার আবেদন করেছে। এছাড়াও BCCI-এর কাছেও বিষয়টি স্পষ্ট করতে বলা হয়েছে। এনিয়ে এখনও যথেষ্ট চাপানউতোর চলছে। পাকিস্তান আগেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছিল। ফলে, চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য কোথাও আয়োজনের কথা ভাবছে ICC বলেও শোনা যাচ্ছিল। বিকল্প হিসেবে এগিয়ে ছিল সংযুক্ত আরব আমিরশাহি এবং দক্ষিণ আফ্রিকা। এমনও শোনা যাচ্ছিল যদি পাকিস্তানের কাছ থেকে টুর্নামেন্ট আয়োজনের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে তারা। তবে নতুন প্রোমো দেখে বোঝা যাচ্ছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তানেই হচ্ছে। কিন্তু ভারত কী সিদ্ধান্ত নেবে সেদিকে লক্ষ্য রয়েছে সবার।