শনিবার আইসিসির টি২০ বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। আর একটা ম্যাচ। এই ম্যাচ জিতলেই আজীবনের চোকার্স তকমা ঘুঁচিয়ে ফেলতে পারবে প্রোটিয়াজরা। শেষ কয়েকবছর বেশ কয়েকটা দলই পরপর বিশ্বকাপের ফাইনাল, সেমিফাইনালে হেরেছে। কিন্তু প্রোটিয়াদের ধারে কাছে নকআউটে হারার নিরিখে কেউ নেই। এই বিশ্বকাপের আগে পর্যন্ত যতবারই তাঁরা সেমিফাইনালে উঠেছে ডাহা ফেল করেছে। এবারের বিশ্বকাপ শুরুর আগে আইসল্যান্ড ক্রিকেটের তরফ থেকেই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল এবারের টি২০ বিশ্বকাপ জিতবে সাউথ আফ্রিকা ক্রিকেট দল, কিন্তু কারোরই সেই দাবি মনে ধরেনি। ব্যাপক হাসাহাসি হয়েছিল তাঁঁদের নিয়ে। কিন্তু সেই প্রেডিকশনই এখন মাত্র এক দাপ দূরে রয়েছে।
আরও পড়ুন-৬ মাস আগে মুম্বইয়ের অধিনায়কত্বও পায়নি! জিরো থেকে হিরো রোহিতে মুগ্ধ মহারাজ
দঃ আফ্রিকা দল টি২০ বিশ্বকাপ জেতা থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছে। তাঁদের অধিনায়কের ট্র্যাক রেকর্ড আইসিসি প্রতিযোগিতায় তাক লাগানো। ফলে মার্করামের চ্যাম্পিয়নস লাকের ওপর নির্ভর করেই ভারতের বিপক্ষে ম্যাচ জিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে প্রোটিয়া বাহিনী। এই ম্যাচ জিততে পারলে ১৯৯৮ সালের পর ফের কোনও আইসিসি ট্রফি জিতবে দক্ষিণ আফ্রিকা, একই সঙ্গে বিশ্বকাপে নিজেদের চোকার্স তকমা ঝেড়ে ফেলতে পারবে। গত পাঁচ বছরে বহু দলই আইসিসি ইভেন্টে চোকার্স তকমা গা থেকে ঝেড়ে ফেলেছে। ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড, ২০২১ বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে নিউজিল্যান্ড। এবার কি দক্ষিণ আফ্রিকাও তাঁদের পথে হাঁটতে পারবে? উত্তর দেবে সময়, এই আবহেই এপ্রিল মাসের করা তাঁদের এক পোস্ট তুলে ধরে নেটমাধ্যমে নজর কাড়ল আইসল্য়ান্ড ক্রিকেট।
আরও পড়ুন-ওডিআই বিশ্বকাপ জেতেনি তাই ওরা খেলছে! সিনিয়র ক্রিকেটারদের অবসর প্রসঙ্গে বোমা বীরুর
ইউরো কাপে ফুটবলে আইসল্যান্ডের নাম থাকলেও ক্রিকেটে তাঁরা একেবারেই আনকোরা। গত এপ্রিল মাসেই তাঁরা ইংল্যান্ডের বার্মি আর্মির এক পোস্টের ভিত্তিতে দাবি করেছিল দক্ষিণ আফ্রিকা দল এবারের টি২০ বিশ্বকাপ খেলবে। সেই সময় সকলেই তাঁদের মজা উড়িয়েছিল, কারণ এতকাল সেমিফাইনালের গণ্ডি টপকাতে পারেনি প্রোটিয়ারা। শেষমেষ রাবাদা-ক্লাসেনরা ফাইনালে উঠতেই তাই নিজেদের পুরনো পোস্টের স্ক্রিনশট ভাইরাল করে দিল আইসল্যান্ড ক্রিকেট।
আরও পড়ুন-দু'দিন আগেই করেছিলেন ব্যঙ্গ! হঠাৎ কি নিয়ে ভনের সঙ্গে সহমত হলেন অশ্বিন?
আইসল্যান্ড ক্রিকেটের তরফে লেখা হয়, ‘আমরা যখন এপ্রিল মাসে বলেছিলাম দক্ষিণ আফ্রিকা টি২০ বিশ্বকাপ জিতবে তখন সকলেই হাসছিল। এখনও অবশ্য তাঁরা হাসছে, কিন্তু স্নায়ুচাপে ভুগতে ভুগতে ’। অর্থাৎ যারা প্রোটিয়াদের কখনও ফাইনালেই দেখতে চাননি তাঁদেরই বার্তা দিতে চেয়েছে আইসল্যান্ড ক্রিকেট। যদিও ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতার কাজটা যথেষ্টই কঠিন হতে চলেছে এইদের মার্করামের দলের সামনে।