সূর্যকুমার যাদব একজন দুর্দান্ত টি-টোয়েন্টি ব্যাটার। তবে ওয়ান ডে ফর্ম্যাটে সুযোগ পেয়েও তিনি টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পোক্ত করতে পারেননি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সূর্য জায়গা না পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। মঙ্গলবার ভারতের টি-২০ দলনায়ক নিজেই মেনে নেন বাস্তবটা। অকপটে জানান যে, ৫০ ওভারের ফর্ম্যাটে তিনি সুযোগ যথাযথ কাজে লাগাতে পারেননি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পাওয়ায় তিনি নিজেকে ছাড়া আর কাউকে দোষ দিতে পারেন না।
সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত ৩৭টি ওয়ান ডে খেলে ২৫.৭৬ গড় ও ১০৫.০২ স্ট্রাইক রেটে ৭৭৩ রান সংগ্রহ করেছেন। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন তিনি। তবে, ব্যক্তিগত পারফর্ম্যান্সে চমক দিতে পারেননি এবং এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালেও হতাশ করেন সূর্য।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্য। সিরিজ শুরুর আগে তারকা ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে সূর্য স্পষ্ট জানান যে, তিনি ভালো খেললে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতেন। তাই মেনে নিতেই হবে যে, ভালো খেলতে পারেননি বলেই সুযোগ হয়নি। সূর্যকুমার আরও জানান যে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই বলে তিনি হতাশ নন। বরং হতাশ এটা ভেবে যে, তিনি ভালো খেলে জায়গা অর্জন করতে পারেননি।
এই প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ‘খারাপ লাগবে কেন? যদি ভালো খেলতাম, নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হতো। আমি যদি ভালো কিছু করে দেখাতে না পারি, তবে সেটা মেনে নিতেই হবে। যদি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের দিকে তাকান, দুর্দান্ত দল হয়েছে। ওরা সবাই দারুণ পারফর্মার।’
সূর্য আরও যোগ করেন, ‘যারা নির্বাচিত হয়েছে, তাদের জন্য ভীষণ খুশি। এটা ভেবে খারাপ লাগছে যে, আমি ভালে কিছু করে দেখাতে পারিনি। যদি ভালো খেলতে পারতাম, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতাম।’
সূর্যকুমার বাদ পড়ায় অবাক রায়না
সূর্য নিজে হতাশ না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাঁর জায়গা না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন সুরেশ রায়না। সূর্যকুমার যাদবকে সমর্থন করে ওয়ান ডে দলে তাঁর নির্বাচনের পক্ষে যুক্তি দেন প্রাক্তন তারকা। ভারতের ওয়ান ডে দল ঘোষণার পরে রায়না দাবি করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত হলে সূর্যকুমার যাদব ভারতের এক্স ফ্যাক্টর হতে পারতেন।
রায়না বলেন, ‘ভারতকে শক্তিশালী দল মনে হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, রোহিত ভারতকে গৌরব এনে দেবে। কিন্তু সূর্য দল থেকে বাদ পড়ায় অবাক হয়েছি। ভারত মিডল অর্ডারে এক্স-ফ্যাক্টর মিস করবে।'
ভারতের হয়ে সূর্যকুমার যাদবের শেষ ওয়ান ডে অ্যাসাইনমেন্ট ছিল ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ। সাত ম্যাচে ১৭.৬৬ গড়ে ১০৬ রান তুলতে সক্ষম হন তিনি।