মহম্মদ সিরাজের আগ্রাসন নিয়ে জ্ঞান বিতরণ করলেন ট্র্যাভিস হেড। শনিবার অ্যাডিলেডে হেডকে আউট করার পরে আগ্রাসী ‘সেন্ড-অফ’ দেন সিরাজ। আর তা নিয়ে দ্বিতীয় দিনের খেলার শেষে ‘কিছুটা হতাশাপ্রকাশ’ করেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার হেড। সরকারি সম্প্রচারকারী সংস্থা ফক্স ক্রিকেটে তিনি বলেন, ‘আমি সিরাজকে বলেছিলাম যে ভালো বল করেছো। (কিন্তু) ও যখন শেডের দিকে তাকিয়ে আমায় অঙ্গভঙ্গি করে, তখন আমার থেকে কিছুটা ফেরত পেয়েছে। অতীতের কয়েকটি ইনিংস নিয়ে যা ঘটল, তাতে কিছুটা হতাশ। তবে হ্যাঁ, এটাই ব্যাপার। ওরা যদি ওরকম আচরণ করতে চায় এবং নিজেদের ওরকমভাবে তুলে ধরতে চায়, তাহলে তাই করুক।’
বুমরাহ-বিরাটকে নিশানা করলেন হেড?
আর ‘অতীতের’ বলতে কোন ঘটনাকে বলেছেন হেড, তা স্পষ্ট নয়। তবে একেবারে সাম্প্রতিক ‘অতীত’ বললে পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের কথা বলতে হয়। সেই ইনিংসে হেডকে আউট করার পরে আগ্রাসী সেলিব্রেশনে মেতে উঠেছিলেন জসপ্রীত বুমরাহ এবং বিরাট কোহলি। বুমরাহ কোনও মন্তব্য করেননি। বিরাট আগ্রাসী সেলিব্রেশন করেছিলেন। সেই বিষয়টি নিয়েও হেড ভারতীয়দের কটাক্ষ করেছেন কিনা, সেটা স্পষ্ট করেননি।
সিরাজ ও হেডের মধ্যে কী ঘটনা ঘটেছে?
তবে আজ যে সিরাজের আচরণে সন্তুষ্ট হননি, তা স্পষ্ট করে দিয়েছেন হেড। আর যে ঘটনায় হেড বিরক্ত হয়েছেন, সেটা ঘটেছে অস্ট্রেলিয়র দ্বিতীয় ইনিংসে ৮২ তম ওভারে। সেই ওভারের চতুর্থ বলে হেডকে বোল্ড করে দেন সিরাজ। ততক্ষণে ১৪০ রান করে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা। আর তিনি আউট হওয়ার পরে সিরাজের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। কে প্রথমে সেই কথার লড়াই শুরু করেন, তা স্পষ্ট নয়।
ভিডিয়োয় দেখা গিয়েছে, বোল্ড হওয়ার পরেই ডান হাত দেখিয়ে কিছু একটা ইঙ্গিত করছেন হেড। ততক্ষণে সেলিব্রেশন করছেন সিরাজ। তবে তাঁকে আর ক্যামেরায় দেখা যায়নি। তারইমধ্যে কিছু একটা বলতে দেখা যায় হেডকে। সেটা ‘ভালো বল করেছো’ স্বরূপ মনে হয়নি। আর তারপর হাত দিয়ে হেডকে ‘সেন্ড-অফ’ দেন সিরাজ। বেরিয়ে যেতে বলেন সিরাজ। এরপর ক্যামেরায় হেডকে দেখা যায় যে উত্তপ্ত ভঙ্গিমায় কিছু বলছেন।
আর সেই ঘটনার পরে অ্যাডিলেডের দর্শক সিরাজকে উদ্দেশ্য করে ‘বু’ করতে থাকেন। হেড এমনিতেই অ্যাডিলেডের ঘরের ছেলে। ফলে সিরাজকে দেখলেই ‘বু’ করতে থাকেন অজিরা। আঙুল দিয়ে অঙ্গভঙ্গিও করতে থাকেন দর্শকরা। যদিও তাতে পাত্তা দেননি সিরাজ। ভারতীয়রাও সিরাজের পাশে দাঁড়ান। যিনি শেষপর্যন্ত ২৪.৩ ওভারে ৯৮ রান দিয়ে চার উইকেট নেন।
সিরাজের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ
তারইমধ্যে সিরাজের সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনদের একাংশ। অবশ্যই অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের একাংশ সিরাজকে ছেঁকে ধরেছেন। তাঁদের বক্তব্য, ১৪০ রান করার পরে হেডকে ‘সেন্ড-অফ’ দেওয়ার মানে কী? পালটা ভারতীয় নেটিজেনদের বক্তব্য, রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপে বেধড়ক পেটানোর পরেও মিচেল স্টার্ক উইকেট নেওয়ার পরে আগ্রাসী সেলিব্রেশন করেছিলেন, তখন তো সকলে ধন্য-ধন্য করছিলেন। সিরাজের বেলায় দ্বিচারিতা কেন?