এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের মেয়াদ যে শেষ হচ্ছে, সেটা এক প্রকার নিশ্চিত। এবং দ্রাবিড়ের পর কোনও ভারতীয় কোচের বদলে, বিদেশির হাতে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ইতিমধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন যে, দ্রাবিড় যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতের প্রধান কোচ হিসেবে থাকতে চান, তবে তাঁকে আবার আবেদন করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর তাঁকে স্বয়ংক্রিয় ভাবে এক্সটেনশন দেওয়া হয়েছিল। কিন্তু এবার সেটা আর হবে না। মূলত দুই বছরের চুক্তিতে থাকা দ্রাবিড়কে তাঁর সাপোর্ট স্টাফ সহ একটি এক্সটেনশন দেওয়া হয়েছিল। জয় শাহ সম্প্রতি দাবি করেছেন, ‘আমরা আগামী কয়েক দিনের মধ্যে কোচের পদের জন্য আহ্বান জানাব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে আসছে। তাঁকে োকচ হিসেবে থাকতে হলে, পুনরায় আবেদন করতে হবে। আমরা তিন বছরের জন্য দীর্ঘমেয়াদী কোচ খুঁজছি।’
বিসিসিআই সেক্রেটারি এও বলেছেন যে, বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ থাকার নিয়োগের আপাতত কোনও পরিকল্পনা তাদের নেই। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি ক্রিকেট উপদেষ্টা কমিটির উপর নির্ভর করবে। তাঁর দাবি, ‘ভারতীয় ক্রিকেটে ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন কোচের কোনও নজির নেই। এছাড়া, আমাদের অনেক খেলোয়াড় আছে, যারা অল ফরম্যাটের খেলোয়াড়। ঋষভ পন্ত, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অনেক প্লেয়ারই সব ফরম্যাটে খেলে। তবে সবটাই ক্রিকেট উপদেষ্টা কমিটি ঠিক করবে। তারা যা সিদ্ধান্ত নেবে, তার বাস্তবায়ন করতে হবে আমাকে।’
আরও পড়ুন: ব্যাটাররা কিছুই করে উঠতে পারিনি- নাইটদের কাছে হেরে রোহিত, সূর্যদের নিশানা করলেন হার্দিক
এমন কী বিদেশি কোচ নিয়োগ হবে কিনা, সেটাও ক্রিকেট উপদেষ্টা কমিটি ঠিক করবে। তাঁর মতে, ‘যদি ক্রিকেট উপদেষ্টা কমিটি বিদেশি কোচ নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, তাতে আমি হস্তক্ষেপ করতে পারি না।’
ভারতীয় ক্রিকেটে শেষ বিদেশি কোচ ছিলেন ডানকন ফ্লেচার। এক দশক আগে তিনি পদত্যাগের পর থেকে ভারতের প্রাক্তনীরাই রোহিতদের দায়িত্ব সামলাচ্ছেন। অনিল কুম্বলে নতুন শতাব্দীতে প্রথম পূর্ণকালীন ভারতীয় প্রধান কোচ ছিলেন। ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পর, তাঁর মেয়াদ হঠাৎ শেষ হওয়ার পরে, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রীকে সেই ভূমিকায় নিযুক্ত করা হয়েছিল। শাস্ত্রীর আমলে টিম ইন্ডিয়া বহু সাফল্য পেয়েছে। কিন্তু একটি আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত।
আরও পড়ুন: হঠাৎ নাইটদের পোস্টে ফিরলেন DC মেন্টর সৌরভ, কী ব্যাপার?
প্রায় চার বছর রবি শাস্ত্রী ভারতের কোচ থাকার পর, কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের হাতে রোহিতদের দায়িত্ব তুলে দেওয়া হয়। প্রাক্তন ভারত অধিনায়ক সিনিয়র দলের প্রধান কোচের দায়িত্ব নিতে প্রথমে অনিচ্ছুক ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু বিসিসিআই-এর তৎকালীন সভাপতি এবং দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে রাজি করান।
সর্বশেষ প্রতিবেদন অনুসারে, এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। দ্রাবিড় নতুন করে কোচ হওয়ার জন্য আবেদন নাও করতে পারেন। সেই সম্ভাবনা একেবারেই কম।