শুভব্রত মুখার্জি:- টি-২০ ফর্ম্যাটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম বিপজ্জনক ব্যাটার ভারতের ডান হাতি মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁকে 'মিস্টার ৩৬০' ও আখ্যা দেওয়া হয়েছে তাঁর ভক্তদের তরফে। উইকেটের যে কোনদিকে যে কোন শট তিনি অসম্ভব দক্ষতার সঙ্গে খেলতে পারেন।
এই মুহূর্তে আইসিসির টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ফলে চলতি বিশ্বকাপে তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে চড়চড় করে। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরান করে তিনি ভারতীয় দলকে এনে দেন জয়। ইতিমধ্যেই ভারত সুপার এইটেও প্রবেশ করে গিয়েছে। যেখানে বৃহস্পতিবার দিন তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। তার আগেই নিজের ব্যাটিং নিয়ে বড় দাবি করেছে সূর্যকুমার যাদব। তাঁর স্পষ্ট বক্তব্য বিশ্বের সেরা ব্যাটার মানে তাঁকে যে কোনও পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলতে হবে।
সুপার এইটের প্রথম ম্যাচ ভারত খেলবে অ্যান্টিগার ২২ গজে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সূর্যকুমার যাদব। সেখানেই তিনি জানিয়েছেন, 'যদি গত ১-২ বছর ধরে কেউ এক নম্বর পজিশনে থেকে থাকে তাহলে তাঁকে সব পজিশনে খেলতে জানতে হবে। সব পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলতে হবে। ম্যাচকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। দলের প্রয়োজন অনুযায়ী খেলতে হবে। এটা একজন ভালো ব্যাটারের লক্ষ্মণ। আর আমি এটাই করার চেষ্টা করি। পিচ অনুযায়ী খেলতে হয়। পিচে সেইভাবে পেস না থাকলে গতি বাড়ানোর চেষ্টা করতে হয়। যদি কেউ তোমার খেলার ধরণটা বুঝে ফেলে তাহলে সেইমত নিজেকে বদলাতে হয়।'
সূর্যকুমার আরো যোগ করেছেন, 'মাঝে মাঝে চালাক হতে হবে। লম্বা ইনিংস খেলতে চালাকি করতে হবে। যাতে বোকা বানানো যায় বোলারদের। দলের প্রয়োজন বুঝতে হবে। সতীর্থের সঙ্গে কথা বলতে হবে। তাঁর মতামত নিতে হবে। সবকিছু বুঝে মানিয়ে গুছিয়ে নিয়ে খেলতে হবে। ধীরস্থির থাকতে হবে। ধৈর্য্য রেখে ইনিংস গড়তে হবে। যে কোনও উইকেটেই মানিয়ে নিয়ে খেলতে হবে। নিউইয়র্কের পরিবেশ পরিস্থিতি আলাদা ছিল। এখানে (ওয়েস্ট ইন্ডিজ) পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমরা এখানে প্রথমবার খেলব। তবে এই পরিবেশ পরিস্থিতিতে আমরা আগেও খেলেছি। সেই অভিজ্ঞতা আমরা আশা করি কাজে লাগাতে পারব।'