বাংলা নিউজ > ক্রিকেট > T20 World Cup 2024: T20 বিশ্বকাপে খেলাতে চাইলে এখনই বলে দিক BCCI, সোজা বললেন রোহিত- রিপোর্ট

T20 World Cup 2024: T20 বিশ্বকাপে খেলাতে চাইলে এখনই বলে দিক BCCI, সোজা বললেন রোহিত- রিপোর্ট

রোহিত শর্মা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

২০২৪ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগে হাতে রয়েছে সাত মাস। তবে এই বিশ্বকাপে যদি ভারতীয় বোর্ড রোহিত শর্মাকে খেলানোর পরিকল্পনা করে থাকে, তাহলে তা যেন এখনই জানানো হয় রোহিতকে। এমনই নাকি রোহিত বলেছেন বলে দাবি করা হয়েছে এক রিপোর্টে।

শুভব্রত মুখার্জি:- সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারত খেলেছে রোহিত শর্মার নেতৃত্বে। ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। ওপেন করতে নেমে ভারতের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে উঠলেও তাদেরকে ফাইনালে হারিয়েছে অস্ট্রেলিয়া। সামনের বছর অর্থাৎ ২০২৪ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগে হাতে রয়েছে সাত মাস। তবে এই বিশ্বকাপে যদি ভারতীয় বোর্ড রোহিত শর্মাকে খেলানোর পরিকল্পনা করে থাকে, তাহলে তা যেন এখনই জানানো হয় রোহিতকে। এমনই নাকি রোহিত বলেছেন বলে দাবি করা হয়েছে এক রিপোর্টে।

সংবাদমাধ্যম দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের এক কর্তার সঙ্গে রোহিতের সম্প্রতি এক দীর্ঘ আলোচনা হয়েছে। যেখানে ছিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক কমিটির সদস্যরাও। এই বৈঠকে ভারতের ওডিআই বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। বৈঠকে বিসিসিআইয়ের তরফে উপস্থিত ছিলেন সেক্রেটারি জয় শাহ, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তাঁরা রোহিতদের থেকে রোডম্যাপ জানতে চান। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এবং আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশদে আলোচনা হয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা সেই সময়ে লন্ডনে ছিলেন। তিনি জুম কলে মিটিংয়ে যোগদান করেন। লন্ডনে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। এই মিটিংয়েই রোহিত শর্মা বিসিসিআইয়ের শীর্ষকর্তা এবং নির্বাচকদের কাছে জানতে চান, তাঁকে আদৌও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখবেন কিনা নির্বাচকরা, তা যেন‌ তাঁকে এখন জানিয়ে দেওয়া হয়।

ওই রিপোর্ট অনুযায়ী, রোহিত নাকি বলেন, 'আমাকে যদি আপনারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে নিতে চান, তাহলে যেন আমাকে এখন সেটা জানিয়ে দেওয়া হয়। কীভাবে সামনের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে দেখতে চান নির্বাচকরা, তাও যেন জানানো হয়।' বোর্ডকর্তা থেকে নির্বাচক সকলেই নাকি একটা বিষয়ে সহমত হয়েছেন যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার সঠিক এবং যোগ্য ব্যক্তি রোহিত শর্মাই।

ক্রিকেট খবর

Latest News

লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’ সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.