কাতার ওপেনের সেমিফাইনালে হেরে ছিটকে গেছেন বিশ্ব টেনিসের অন্যতম সেরা তারকা ইগা সুয়াটেক। এটা প্রথম বা দ্বিতীয় নয়, টানা পঞ্চমবার কোনও টেনিস ম্যাচে ইগা সুয়াটেক হারলেন লাটভিয়ার প্রতিপক্ষ জেলেনা ওস্টাপেঙ্কোর বিরুদ্ধে। যে সুয়াটেককে বর্তমান টেনিস যুগের একাধিক তারকাই ভয় পায়, তাঁকেই পরপর হারিয়ে চলেছেন জেলেনা।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
ইগা সুয়াটেকের কাছে সুযোগ ছিল ২০১১র পর প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে টানা চতুর্থবার কাতার ওপেন জেতার। কিন্তু ৭০ মিনিটের লড়াই শেষে সুয়াটেক হেরে গেলেন ওস্টাপেঙ্কোর বিরুদ্ধে। সুয়াটেকের ১৫ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্ব শেষ হয়ে যায় সেমিতে লাটভিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে। নিজের পারফরমেন্সে হতাশা দেখালেন ইগা সুয়াটেক। ৬-৩, ৬-৩ ফলে ম্যাচ জিতলেন জেলেনা।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
পোল্যান্ডের তারকা ইগা সুয়াটেক এমনিতে খুবই ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে পরিচিত। সচরাচর তাঁকে মাথাগরম করতে দেখা যায় না। কিন্তু দ্বিতীয় সেটেই ম্যাচের ভবিষ্যৎ অনুমান করতে পেরে আর নিজের সংযম ধরে রাখতে পারলেন না সুয়াটেক। রাগের বশে এমনই কাজ ঘটালেন, যা সুয়াটেকের থেকে একদমই আশা করা যায় না।
২০১৭ সালের ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো শুরু থেকেই ম্যাচে কন্ট্রোল রেখেছিল। প্রথম সেটে ২-০ এগিয়ে যান জেলেনা। দ্বিতীয় সেটে একটু লড়াই দিয়েছিলেন সুয়াটেক, তবে খেলায় তিনি আধিপত্য বজায় রাখতে পারেননি। দ্বিতীয় সেট চলাকালীন মাথা গরম করে টেনিস ব্যাটই কোর্টে ছুঁড়ে মারেন সুয়াটেক।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
ম্যাচ শেষে ওস্টাপেঙ্কো বলেন, ‘আমি এর আগে সুয়াটেকের বিরুদ্ধে বেশ কয়েকবার খেলেছি, তাই আমি জানি ওর বিরুদ্ধে কীভাবে খেলতে হবে। আমি তাই আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলাম নিজের খেলার বিষয় ’। ফাইনালে ওস্টাপেঙ্কো মুখোমুখি হন আর্মান্দা আনিসোভার। সেখানে অবশ্য তিনি হেরে যান। মার্কিন আনিসিমোভা ম্যাচ জেতেন ৬-৪, ৬-৩ ফলে।