আধুনিক টি-২০ ক্রিকেটে রিভার্স শট এখন নিতান্ত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুইট হিটের মতো উদ্ভাবনী শটে ব্যাটারদের বিস্তর রান সংগ্রহ করে নিতে দেখা যায়। সুইচ হিট যদি ক্রিকেটের নতুন শিল্প হয়ে থাকে, জনসন চার্লস প্রমাণ করলেন তিনি একজন দক্ষ শিল্পী।
চলতি আইএল টি-২০'র ম্যাচে দুবাই ক্যাপিটালসের আফগান স্পিনার জাহির খানকে রিভার্স শটে যারপরনাই বিব্রত করেন চার্লস। তিনি জাহিরের এক ওভারে ২টি ছক্কা মারেন বাঁ-হাতে অর্থাৎ, সুইচ হিটে। ১টি ছক্কা হাঁকান স্বাভাবিক ডান-হাতি স্টান্সে। এছাড়া রিভার্স শটে ১টি চার ও ১টি ২ রানও সংগ্রহ করেন তিনি। ওভারে একটি বাই-চার পেয়ে যায় শারজা ওয়ারিয়র্স, যেটিও আসে চার্লসের রিভার্স শট খেলার প্রচেষ্টার জন্য।
মঙ্গলবার দুবাইয়ে লিগের ২৩তম ম্যাচে সম্মুখসমরে নামে দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্স। টস হেরে শুরুতে ব্যাট করে দুবাই। ম্যাচের দ্বিতীয় ইনিংসে টম কোহলার ক্যাডমোরকে নিয়ে ওপেন করতে নামেন জনসন চার্লস। দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে মোট ২৮ রান সংগ্রহ করে নেয় শারজা। সৌজন্যে চার্লসের তাণ্ডব।
ওভারের প্রথম বলে রিভার্স শট খেলেন ডানহাতি ব্যাটার চার্লস। তিনি সেই বলে দৌড়ে ২ রান সংগ্রহ করেন। দ্বিতীয় বলে ফের রিভার্স শট খেলেন চার্লস এবং বাঁ-হাতি ব্যাটারদের ঢংয়ে একটি বাউন্ডারি আদায় করে নেন তিনি। জাহির তৃতীয় ডেলিভারি করার আগেই ফের স্টান্স বদলে বাঁ-হাতি হয়ে যান চার্লস এবং বিশাল একটি ছক্কা হাঁকান তিনি।
চতুর্থ বলে ফের রিভার্স শট খেলার চেষ্টা করেন চার্লস। তবে বল ব্যাটে লাগেনি। যদিও কিপারকে এড়িয়ে সেই বল চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। পঞ্চম বলে বোলারের মাথার উপর দিয়ে বিশাল ছক্কা মারেন জনসন। এক্ষেত্রে ডানহাতি ব্যাটারদের মতোই শট নেন তিনি। ওভারের শেষ বলে ফের সুইচ হিটে ছক্কা হাঁকান চার্লস। সুতরাং সেই ওভারের ৬টি বলে যথাক্রমে ২, ৪, ৬, বাই-৪, ৬ ও ৬ রান ওঠে।
চার্লস ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৩৩ বলে ৭১ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ৩টি চার ও ৮টি ছক্কা।
দুবাই ক্যাপিটালস বনাম শারজা ওয়ারিয়র্স ম্যাচের ফলাফল
দুবাই ক্যাপিটালস শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩১ রান সংগ্রহ করে। শাই হোপ ৪৫ ও রোভম্যান পাওয়েল ৩২ রান করেন। পালটা ব্যাট করতে নেমে শারজা ওয়ারিয়র্স ১১.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে যায়।