ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল অজি ক্রিকেটার নাথান ম্যাকসুইনির। তবে প্রথম দর্শনে নজর কাড়তে ব্যর্থ হন তিনি। প্রথম ইনিংসে করেছিলেন ১৩ বলে ১০ রান এবং দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪ বলে শূন্য রান। দুই ইনিংসেই তাঁকে আউট করেন জসপ্রীত বুমরাহ। প্রথম টেস্টে ভারতের কাছে ২৯৫ রানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাকসুইনি বলেন, ‘শিল্ড ক্রিকেটে, আমরা ছেলেদের ডে ইন, ডে আউট দেখতে পাই, তাদের মুখোমুখি হতে অভ্যস্ত হয়ে যাই এবং আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেটারদের বিপক্ষে খেলেন তখন পরিস্থিতি অন্যরকম থাকে। খেলাটা একটু কঠিন হয়ে থাকে। তবে আমি রান পাওয়ার জন্য আরও ভালো কিছু চেষ্টা করব। আমি অ্যাডিলেডে আরও একটা সুযোগের অপেক্ষায় থাকব।’
ম্যাকসুইনি আশাবাদী, অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে ঠিক ঘুরে দাঁড়াবে। অ্যাডিলেডের টেস্ট ম্যাচটি দিন-রাতের খেলা হবে। এটি ম্যাকসুইনির দ্বিতীয় পিঙ্ক বলের টেস্ট হতে চলেছে। তিনি বলেন, ‘খেলায় এরকম হয়েই থাকে। আমার পরিবার অভিষেকের দিন উপস্থিত ছিল। জানি আমরা পার্থে হতাশজনক পারফরম্যান্স করেছি। সবাই ঘুরে দাঁড়াতে মরিয়া। সেই লক্ষ্যে নেটে প্রস্তুতি চলছে। ওপেনিং ব্যাটসম্যান বা ব্যাটসম্যান হিসেবে আপনার প্রথম কাজই হয় দলের জন্য রান করা। এই সপ্তাহে আমাকে আগামী ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমায় পরের টেস্টে নেমে রান করতে হবে দেশের জন্য। যদি তা করতে পারি তাহলে চিন্তার কোনও বিষয় নেই। আমি খুবই উত্তেজিত। সবাই খুব অ্যাডিলেড টেস্ট নিয়ে কথা বলছে, আমি অপেক্ষা করতে পারছি না, আশা করছি রান করতে পারব।’
প্রসঙ্গত, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় লাভ করেছে। ভারতীয় বোলারদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি অজিরা। ৪ দিনেই শেষ হয়ে যায় পার্থ টেস্ট। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর এতো বড় ব্যবধানে জয় পাওয়া সত্যিই বিরাট ব্যাপার ছিল টিম ইন্ডিয়ার কাছে । ভারত প্রথম টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩৮ রানেই অলআউট হয়ে যায় অজিরা। ৩টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং ১টি করে উইকেট নেন হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি। দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বুমরাহ।