ILT20-র তৃতীয় মরশুম শুরু হতে চলেছে ২০২৫-এর ১১ জানুয়ারি থেকে। বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দুবাইয়ের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। সারা বিশ্বের অনেক তারকা ক্রিকেটার অংশ নিয়ে থাকেন এই প্রতিযোগিতায়। এই লিগের মূল লক্ষ্য সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটের উন্নতি। আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই ক্রিকেটাররা নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরানও। তিনি এমআই এমিরেটস দলের অধিনায়ক, যারা এবছরের ILT20-র চ্যাম্পিয়নও। পুরান আশাবাদী আগামী বছরও তাঁর দল ভালো পারফর্ম করবে এবং আবার চ্যাম্পিয়ন হবে।
তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে ILT20-র তৃতীয় মরশুমে ফিরে আসতে পেরে। আমরা আগামী মরশুম নিয়েও আশাবাদী। আগামী বছরও আমরা নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আমায় অনেক পরিশ্রম করতে হবে এবং দলের জন্য এটা করতেই হবে।’ তিনি আরও যোগ করেন, ‘প্রতিবছর এই প্রতিযোগিতা আরও উন্নত হয়ে উঠছে। ILT20 প্রত্যেক বছর ভালো কাজ করছে। প্রতিদ্বন্দ্বিতা থাকা খুবই গুরুত্বপূর্ণ, আর আমার মনে হয় এখানে সেটা রয়েছে। ৯ জন বিদেশি এবং ২ জন সংযুক্ত আরব আমিরশাহির খেলোয়াড় থাকায় এটা আন্তর্জাতিক ক্রিকেট মনে হয়।’
পুরান জানান, ILT20 সংযুক্ত আরব আমিরশাহির তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, ‘এখানে খেলাটা একটা সত্যিই চ্যালেঞ্জ। প্রত্যেক বছর প্রত্যেকটি প্রতিযোগিতা একটা নতুন চ্যালেঞ্জ। মরশুম শুরুর আগে বড়দিনের সময় থেকেই প্রস্তুতি শুরু করে দেব। আমি আমার শরীরকে সঠিক গঠনে আনতে চাইছি। প্রচুর বল খেলছি যাতে সঠিক জায়গায় মনোনিবেশ করতে পারি। যখন জানুয়ারি আসবে আশা করব ভাগ্য আমার সঙ্গ দেবে। আপনাকে প্রতিটি ম্যাচ নিজের দক্ষতায় খেলতে হবে, প্রতিটি ম্যাচ একটি নতুন সুযোগ এবং দল যা চাইবে তাই করতে হবে। এবার দেখা যাক কেমন যায় আগামী মরশুম।’
গত মরশুমে ILT20-তে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন নিকোলাস পুরান। তিনি মোট ৩৫৪ রান করেন, গড় ছিল ৫০.৫৭ এবং স্ট্রাইক রেট ১৭০। এমআই এমিরেটস দলের হয়ে গত মরশুমে নজর কেড়েছিলেন আরও এক ক্রিকেটার। তিনি হলেন মহম্মদ ওয়াসিম, যিনি টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। পুরান ওয়াসিমের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরশাহিতে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমি বিগত কিছু বছর ধরে ওয়াসিমের সঙ্গে খেলছি। সে যখনই সুযোগ পেয়েছে নিজের সেরাটা দিয়েছে। ও এমআই এমিরেটসের হয়ে গত দুই মরশুমে ভালো খেলেছে। সে আমার অন্যতম পছন্দের এক ক্রিকেটার। আশা করব ও নিজের এবং পরিবারের জন্য ভালো করবে আগামীতে।’ শেষে পুরান বলেন, ‘আমাদের প্রচুর উৎসাহী সমর্থক আছে, শুধু এখানে নয়, ভারত এবং সমগ্র বিশ্বে রয়েছে। আশা করব আরও ট্রফি জিতে আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারব।’