আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। পাকিস্তানের এই অলরাউন্ডার অতীতে একবার এরকমভাবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ভালো খেলার পরই নিজের সিদ্ধান্ত থেকে ইউটার্ন নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পাক তারকার…
এবার ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। দেশের জার্সিতে খেলা তাঁর কাছে গর্বের বিষয়। কিন্তু এটাই সঠিক সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর, মনে করছেন ২০১৭ সালের টি২০ ফরম্যাটের ১ নম্বর হওয়া ক্রিকেটার ইমাদ। বর্তমানে তাঁর বয়স ৩৫, আর এক সপ্তাহে মধ্যেই পা দেবেন ৩৬এ।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ইমাদের-
ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে ইংল্যান্ডে জন্মানো এই ক্রিকেটার লিখেছেন, ‘আমার সমর্থকদের জানাতে চাই, অনেক ভাবনা চিন্তার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর। বিশ্বমঞ্চে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের গর্বের মূহূর্ত আর প্রত্যেকবার সবুজ জার্সি পড়ে মাঠে নামার অনুভূতি আমার কাছে ভোলার মতো নয় ’।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন ওয়াসিম-
ওয়াসিম আরও লিখলেন, ‘সমস্ত ভক্তদের সমর্থন, ভালোবাসাই আমার সবথেকে বড় শক্তির দিক. ভালো সময়, খারাপ সময় তোমাদের উৎসাহ উদ্দীপনা এবং পাশে থাকাই আমায় আমার দেশের জন্য সেরাটা দিতে সাহায্য করেছে। এখন আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনে আমি ঘরোয়া ক্রিকেটে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করতে চাই। আশা করছি নতুনভাবেই আমি আপনাদের মনোরঞ্জন করতে পারব। ধন্যবাদ সব কিছুর জন্য ’।
দেশের জার্সিতে কেমন ইমাদ?
২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের ক্ষেত্রে অবদান ছিল এই অলরাউন্ডারের। নিজের স্পিন বোলিংয়ের সৌজন্যে তিনি বেশ দাগ কেটেছিলেন। এবারে টি২০ বিশ্বকাপে তিনি দেশের জার্সিতে ফিরলেও তিন ম্যাচে মাত্র করেন ১৯ রান এবং নেন তিনটি উইকেট। লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই তাঁর পাকিস্তানের জার্সি গায়ে শেষ ম্যাচ ছিল। দেশের জার্সিতে ৫৫টি ওডিআই এবং ৭৫টি টি২০ ম্যাচে ইমাদ ওয়াসিম করেছেন ১৫৪০ রান, নিয়েছেন ১১৭ উইকেটও। পাকিস্তানে জার্সিতে রয়েছে দুটি ফাইভ উইকেট হলও।