ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের খেতাব জিতে ভারতীয় দল কোটি টাকা পুরস্কার জেতে। যদিও রানার্স দল ওয়েস্ট ইন্ডিজ কত টাকা পুরস্কার পেল, তা সরকারিভাবে জানানো হয়নি আয়োজকদের তরফে।
রবিবার রায়পুরে উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে সম্মুখসমরে নামে ইন্ডিয়া মাস্টার্স ও ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স। ম্যাচে ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ১৭ বল বাকি থাকতে ৬ উইকেটে পরাজিত করে সচিনের ইন্ডিয়া মাস্টার্স। শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৮ রান সংগ্রহ করে।
পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া মাস্টার্স ১৭.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলার সুবাদে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আম্বাতি রায়াড়ু। ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার সুবাদে ট্রফি ও ৫০ হাজার টাকা পুরস্কার মূল্য জিতে নেন রায়াড়ু।
আম্বাতি ফাইনালে সব থেকে সব থেকে বেশি চার ও সব থেকে বেশি ছক্কা মারার সুবাদেও জিতে নেন আরও ২টি পুরস্কার। ফাইনালে ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন শাহবাজ নদিম। তিনি জিতে নেন গেম চেঞ্জার অফ দ্য ম্যাচের পুরস্কার। টুর্নামেন্টে সব থেকে বেশি চার মারার পুরস্কার জেতেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা মারার পুরস্কার জেতেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
আরও পড়ুন:- WPL 2025-এ ছক্কায় সেরা গার্ডনার, প্রথম দশে রয়েছেন শেফালি-রিচা
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ ২০২৫-এর পুরস্কার তালিকা
১. চ্যাম্পিয়ন- ইন্ডিয়া মাস্টার্স (মেডেল, ট্রফি ও ১ কোটি টাকা)।
২. রানার্স- ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স (মেডেল)।
৩. মাস্টারস্ট্রোক অফ দ্য ফাইনাল ম্যাচ (সব থেকে বেশি চার)- আম্বাতি রায়াড়ু (৫০ হাজার টাকা)।
৪. মোস্ট সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচ- আম্বাতি রায়াড়ু (৫০ হাজার টাকা)।
৫. গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল ম্যাচ- শাহবাজ নদিম (ট্রফি)।
৬. ইকনমিক্যাল বোলার অফ দ্য ফাইনাল ম্যাচ- শাহবাজ নদিম (ট্রফি)।
৭. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- আম্বাতি রায়াড়ু (ট্রফি ও ৫০ হাজার টাকা)।
৮. মাস্টার স্ট্রোক অফ দ্য সিজন (সব থেকে বেশি চার)- কুমার সাঙ্গাকারা (৫ লক্ষ টাকা)।
৯. মোস্ট সিক্সেস অফ দ্য সিজন- শেন ওয়াটসন (৫ লক্ষ টাকা)।