কথায় নয়, কাজে বড় হতে হবে। সম্মান কখনও দাবি করা যায় না। তা আদায় করে নিতে হয়। নিজের কাজ দিয়েই সেটা করতে হয়। লিডারশিপ নিয়ে মহেন্দ্র সিং ধোনির এই গুরুবচন থেকে শিক্ষা নিতে পারেন হার্দিক পান্ডিয়া।
মহেন্দ্র সিং ধোনি দীর্ঘদিন ভারতীয় দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে তিনটি আইসিসি ট্রফি জয়ই যে ধোনিকে ভারতের সর্বকালের অম্যতম সেরা অধিনায়কে পরিণত করেছে, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
শুধু জাতীয় দলকেই নয়, বরং আইপিএলে নেতা হিসেবে চেন্নাই সুপার কিংসকে যেভাবে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছেন ধোনি, সেই কারণেই সাধারণ ক্রিকেটপ্রমীদের কাছে তিনি হয়ে উঠেছেন শ্রদ্ধেয়। ধোনি যে শুধু ক্রিকেটপ্রীমদের সম্মান আদায় করে নিয়েছেন, এমনটা নয় মোটেও। তাঁর সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা, সকলেই অত্যন্ত সম্ভ্রমের চোখে দেখেন মাহিকে।
চলতি আইপিএলে হার্দির পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে বিস্তর চর্চা হয়। ক্যাপ্টেন হিসেবে হাদিক পান্ডিয়া গুজরাট টাইটানসকে একবার আইপিএল চ্যাম্পিয়ন করান এবং একবার পান্ডিয়ার নেতৃত্বে টাইটানস আইপিএলে রানার্স হয়। যদিও গুজরাটের প্রতি আনুগত্য দেখাতে পারেননি হার্দিক। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের মতো হাই-প্রোফাইল আইপিএল দলের নেতা হওয়ার লোভ সামলাতে পারেননি।
আইপিএল ২০২৪-এর আগে তিনি গুজরাট ছেড়ে যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। হঠাৎ করে টাইটানসের হাল ছেড়ে দেওয়ায় পান্ডিয়া গুজরাট সমর্থকদের কাছে সম্মান খোয়ান। অন্যদিকে রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে মুম্বই ক্যাপ্টেন করায় তাদের সমর্থকরাও চটেন হার্দিকের উপরে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে, এবছর আমদাবাদে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হয় হার্দিককে। অন্যদিকে ওয়াংখেড়েতে হোম ম্যাচ খেলতে নেমেও সমর্থকদের টিপ্পনি হজম করতে হয় তাঁকে। সুতরাং, ঘরে-বাইরে ক্রিকেটপ্রেমীদের চক্ষুশূল হয়ে ওঠেন পান্ডিয়া।
আরও পড়ুন:- KKR History In IPL Playoffs: এই নিয়ে ৮ বার প্লে-অফে কলকাতা, দেখুন আগের ৭ বার কী ঘটেছিল
যদিও ক্যাপ্টেন হিসেবে হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যের মুখ দেখাতে পারেনিন। বরং চূড়ান্ত ব্যর্থ বলা যায়। মুম্বই লিগ টেবিলের একেবারে শেষে থেকে আইপিএল ২০২৪ অভিযান শেষ করে। এমন অবস্থায় লিডারশিপ নিয়ে মহেন্দ্র সিং ধোনির বলা কথাগুলি থেকে পান্ডিয়ার শিক্ষা নেওয়া উচিত বলে দাবি নেটিজেনদের।
আরও পড়ুন:- IPL 2024: ১৪ ম্যাচে ৯টি জয়, দেখুন কোন পথে লিগ চ্যাম্পিয়ন KKR
ধোনি একটি ইভেন্টে বলেন যে, নেতা হিসেবে নিজের কাজ দিয়ে সম্মান আদায় করে নিতে হয়। জোর করে সম্মান দাবি করা যায় না। ধোনির কথায়, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল, যাদের নেতৃত্ব দেন, নেতা হিসেবে আপনাকে তাদের সম্মান আদায় করে নিতে হয়। সম্মান কখনও দাবি করা যায় না। হতে পারে আপনি সংস্থার এমন একটা পদে রয়েছেন, যেটাকে সম্মান করতে হয়। তবে ব্যক্তিগতভাবে সেই চেয়ারে বসে নিজের কাজ দিয়ে আপনাকে সম্মান আদায় করতে হবে। আপনি বলতে পারেন না যে, আমি এই চেয়ারে বসে রয়েছি, তাই আমাকে সম্মান করুন।’