বিশ্ব ক্রিকেটে চেনা মুখ দঃ আফ্রিকার ক্রিকেটার ইমরান তাহির। নিজের দেশের হয়ে দীর্ঘদিন খেলেছেন এই স্পিনার। সাম্প্রতিক সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও চুটিয়ে খেলে বেড়ান তিনি। বয়স অনেকটা পেরিয়ে গেছে। আইপিএলে তাই এখন আর আগের মতো সুযোগ পাননা, তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সিমিত ওভারের ফরম্যাটে খেলেন এই প্রোটিয়া স্পিনার।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
এরই মধ্যে খারাপ অভিজ্ঞতার শিকার হলেন প্রোটিয়াদে এই প্রাক্তন স্পিনার। তিনি গতবছর বাংলাদেশ প্রিমিয়র লিগে খেলছিলেন ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের হয়ে। নিজের সেরাটা দিয়ে খেললেও, দল নাকি তাঁকে দেখেনি। দেখা বলতে অতিরিক্ত কোনও ইনসেন্টিভ দেওয়া নয়, তাঁর বকেয়া চুক্তির অর্থ টুকুও নাকি ইমরান তাহিরকে দেয়নি তাঁর প্রাক্তন দল রংপুর রাইডার্স, এমনই অভিযোগ করলেন তিনি।
আর এই গুরুতর অভিযোগটি তিনি করেছেন সরাসরি ম্যাচের আগে ক্যামেরার সামনে। গ্লোবাল সুপার লিগের ম্যাচের টসের সময় ইমরান তাহির বোমা ফাটান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স, সেই সময়ই ইমরান তাহির বলে বসেন এই ম্যাচ তিনি আরও বেশি জিততে চান কারণ তাঁর পুরনো দল তাঁর বকেয়া টাকা দেয়নি।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
সরাসরি বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠি অর্থাৎ রংপুর রাইডার্সের মালিকদেরও একহাত নিয়েছেন তিনি। টসের সময় তাহির বলেন, এই ম্যাচ তিনি জিততে চান, কারণ রংপুর রাইডার্সে গত বছর খেললেও সব টাকা পাননি। তাই তিনি এই ম্যাচে বাড়তি উজ্জিবিত। এছাড়াও তিনি সরাসরি বাংলাদেশকে একহাত নিয়ে বলেন, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলে একাধিক তরুণ নবাগত এবং নিজেদের এলাকার ক্রিকেটার রয়েছে, তাঁদের তুলে আনা হয়েছে। সেখানকার মানুষ বাংলাদেশের থেকে ভালো, এমনই ভাবেই খোঁচা দেন তাহির।
যদিও ইমরান তাহির যেমন কথা তেমন কাজ করে দেখাতে পারেননি, কারণ গায়ানা অ্যামাজন দল হেরে যায় রংপুরের বিপক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানে অলআউট হয়ে গেছিল রংপুর রাইডার্স দল। কিন্তু সেই রানও তাড়া করতে পারেনি গায়ানা। মাত্র ১০২ রানে তাঁরা অলআউট হয়ে যাওয়ায় ১৫ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি। গতবার রংপুরের জার্সিতে তিনটি ম্যাচে খেলেছিলেন তাহির।