রবি শাস্ত্রী রবিবার, ১৮ জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের সামনে একটি মজার ঘটনা তুলে ধরেন। এই ঘটনাটি ইন্টারনেটে প্রশংসা অর্জন করেন। এই সময়ে তিনি নিজের অবিশ্বাস্য কীর্তি, এক ওভারে ছয়টি ছক্কা মারার সেই কীর্তিটি ধারাভাষ্যের মাধ্যমে তুলে ধরেন তিনি। রবি শাস্ত্রী ছয় ছক্কাটি নিজের ব্লকবাস্টার কমেন্ট্রি শৈলীতে বর্ণনা করেন। তখন রবি শাস্ত্রীর সঙ্গে ছিলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, অজিঙ্কা রাহানে এবং রোহিত শর্মার মতো কিংবদন্তিরা।
যারা জানেন না, তাদের জন্য জানানো যাচ্ছে যে রবি শাস্ত্রী ১৯৮৫ সালে মুম্বই এবং বরোদার মধ্যে একটি রঞ্জি ট্রফি ম্যাচে ছয়টি ছক্কা মারার মাধ্যমে কোনও ধরনের সিনিয়র পেশাদার ক্রিকেটে ছয়টি ছক্কা মারার প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছিলেন। তিলক রাজ নামক স্পিন বোলারকে তাঁর এক ওভারে ছয়টি বলে ছ'টি ছক্কা মেরে অসাধারণ একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন রবি শাস্ত্রী। ম্যাচটি ড্র হলেও, মুম্বই সে মরশুমে তাদের ৩০তম রঞ্জি ট্রফি শিরোপা জিতেছিল।
আরও পড়ুন… জকোভিচকে বের করে দাও: 'সীমা অতিক্রম করায়' নোভাকের কাছে ক্ষমা চাইলেন টিভি উপস্থাপক
এই ঘটনার প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘যখন আমি ছয়টি ছক্কা মেরেছিলাম, তখন টিভি বা কমেন্ট্রি ছিল না। প্রথমটি গিয়েছিল তার দিক। দ্বিতীয়টি গিয়েছিল ওই দিক। তৃতীয়টি মিড উইকেটে। সে একজন ভালো বোলার ছিল, তাই চতুর্থ বলটি লেগ স্টাম্পে ফেলে দিয়েছিল। তারপর আমি সেটি গাভাসকর স্ট্যান্ডে মারলাম। পঞ্চমবার হকি গ্রাউন্ডের দিকে। এখান থেকে আমি মেরেছিলাম।’
এরপরে নিজের ভঙ্গিতে শাস্ত্রী বলেন, ‘রাজ বোলার। শাস্ত্রী ব্যাটসম্যান স্ট্রাইক এ। কাঠের মতো শক্ত। অমরনাথের কভার। কিরণ মোরে স্টাম্পের পিছনে সতর্ক। রাজ বল করছেন। এটি উইড। এটি ফ্ল্যাট বাটেড। এটি স্কাডের দিকে চলে গেল। লং-অফের উপর দিয়ে চলে। মুম্বইয়ে পার্টি শুরু হয়। মুম্বই ড্রেসিং রুমে। ১০ জানুয়ারি ১৯৮৫।’
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন… ভিডিয়ো: শাস্ত্রীকে সাইড থেকে তুলে গাভাসকরের পাশে বসালেন রোহিত! সকলের মন জিতলেন হিটম্যান
রবি শাস্ত্রী ছিলেন ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার, যিনি গ্যারি সোবর্সের পরে এক ওভারে ছয়টি ছক্কা মারেন। কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার গ্যারি সোবর্স নটিংহ্যামশায়ারের হয়ে গ্ল্যামরগানের বিরুদ্ধে ছয়টি ছক্কা মারেন। ৪০ বছর পেরিয়ে গেলেও, যুবরাজ সিং এবং রুতুরাজ গায়কোয়াড় একমাত্র অন্য ভারতীয় যারা সিনিয়র ক্রিকেটে শাস্ত্রীর কীর্তি পুনরাবৃত্তি করেছেন।
যুবরাজ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচে এক ওভারে ছয়টি ছক্কা মারার মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ছয়টি ছক্কা মারার প্রথম ভারতীয় হন। এই ম্যাচে শাস্ত্রী ছিলেন মাইক্রোফোনের পিছনে, যখন ভারতীয় ক্রিকেট সুপারস্টার যুবরাজ স্টুয়ার্ট ব্রডকে কিংসমিড স্টেডিয়ামের প্রতিটি কোণায় ছক্কা মারেন।
রুতুরাজ ২০২২ সালের বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের মধ্যে ম্যাচে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বি গ্রাউন্ডে শিবা সিংয়ের ওভারে এমন কীর্তি গড়েছিলেন রুতুরাজ। মুম্বই থেকে উঠে আসা ভারতীয় ক্রিকেটের মহারথীরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে একত্রিত হয়েছিলেন এই আইকনিক ভেন্যুর ৫০তম বার্ষিকী উদযাপন করতে।