শুভব্রত মুখার্জি: গত মঙ্গলবারেই বিসিসিআইয়ের তরফে ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে প্রাক্তন তারকা গৌতম গম্ভীরের নাম নিশ্চিত করা হয়েছে। প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা গত মরশুমে দায়িত্ব নিয়েই কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জিততে সহায়তা করেছিলেন। তার পর থেকেই তিনি ভারতীয় দলের হেড কোচ হিসাবে চলে আসেন চর্চায়। এর পর সম্প্রতি তাতে সিলমোহরও পড়ে গিয়েছে। ভারতীয় দলের পরবর্তী শ্রীলঙ্কা সফর থেকেই দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। আর এমন আবহেই তাঁকে নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের নয়া স্পিডস্টার আবেশ খান। কোচ গৌতম গম্ভীরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
আরও পড়ুন: অজিদের দম্ভ চূর্ণ করে কচুকাটা করলেন যুবিরা, ফাইনালে ভারত-পাক মহারণ
ঘটনাচক্রে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস দলে টানা দুই বছর এক সঙ্গে কাজ করেছেন গম্ভীর এবং আবেশ। ফলে তাঁরা একে অপরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। সেই সূত্রেই কোচ গম্ভীরের ভূয়সী প্রশংসা করেছেন আবেশ। তাঁর মতে, দলের জন্য কোচ হিসাবে খুব ভালো অপশন গৌতম গম্ভীর। আইপিএলের সময়ে তিনি দেখেছেন, গম্ভীর কম কথা বলেন। অন্যদের মতামত শোনেন অনেক বেশি। গুরুত্ব দেনও বেশি। আবেশের মতে, ম্যাচ জেতাই মূল ফোকাস থাকে গৌতম গম্ভীরের। দলের ক্রিকেটারদের থেকে তাদের সেরাটা বের করে আনাটাই লক্ষ্য থাকে গম্ভীরের। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সফর। এই সফর থেকেই কোচ হিসাবে চ্যালেঞ্জ শুরু হচ্ছে গৌতম গম্ভীরের। অন্যদিকে আবেশ খান এই মুহূর্তে রয়েছেন জিম্বাবোয়েতে। সেখানে ভারতীয় দলের হয়ে চতুর্থ টি-২০ ম্যাচে নামার আগেই কোচ গৌতম গম্ভীরকে নিয়ে তাঁর মতামত জানিয়েছেন আবেশ খান।
আরও পড়ুন: শেষ ওভারে সোহেল খানের তাণ্ডব, রুদ্ধশ্বাস ম্যাচে গেইলদের হারিয়ে ফাইনালে পাকিস্তান
ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে আবেশ বলেছেন, ‘আমি গৌতম গম্ভীরের থেকে যে জিনিসটা শিখেছি, তা হল ওঁর মানসিকতা। খেলার প্রতি ওঁর অসম্ভব ভালোবাসা, খেলাটাকে উনি যেভাবে দেখেন, যেভাবে অ্যাপ্রোচ করেন- সব কিছুই শেখার রয়েছে। ওঁর মানসিকতাই হল বিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে দেশের হয়ে জয় ছিনিয়ে আনা। দেশের হয়ে ১০০ শতাংশ উজাড় করে দিতে উনি সব সময়ে প্রস্তুত। আমি দেখেছি, টিম মিটিং হোক বা মুখোমুখি কথা, উনি সব সময়েই কম কথা বলতেন। উনি সবার কথা শুনতেন বেশি। তবে কখন, কোথায়, কী করতে হবে, সেই পয়েন্টটা উনি সব সময়ে তুলে ধরতেন। ক্রিকেটারদের এক একজনের কী ভূমিকা হবে, তা ঠিক করে দিতেন।সব সময়ে ক্রিকেটারদেরকে ১০০ শতাংশ উজাড় করে দিতে বলেন।’