বাংলা নিউজ > ক্রিকেট > শেষ কয়েক বছরে দরকার ছাড়া বাড়ির বাইরে যাইনি, সমর্থকদের অজানা কাহিনি শোনালেন হার্দিক পান্ডিয়া

শেষ কয়েক বছরে দরকার ছাড়া বাড়ির বাইরে যাইনি, সমর্থকদের অজানা কাহিনি শোনালেন হার্দিক পান্ডিয়া

অজানা কাহিনি শোনালেন হার্দিক পান্ডিয়া (ছবি:PTI) (PTI)

হার্দিক জানিয়েছেন, ‘আমার সম্বন্ধে আমার ভক্তরা অনেক কিছুই জানে। তবে যে বিষয়টি তারা জানে না তা হল আমি এখন আর বাড়ি থেকে সেই ভাবে বের হই না। শেষ ২-৩ বছরে আমি বাড়ি থেকে খুব কমবার বাইরে বের হয়েছি। আমি বাড়ি থেকে তখন বেরিয়েছি যখন বিষয়টিকে এড়িয়ে যাওয়ার কোনও রকম রাস্তা ছিল না।’

শুভব্রত মুখার্জি: বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। তবে চোটের কারণে বেশ কয়েকমাস মাঠের বাইরে রয়েছেন তিনি। গত ওডিআই বিশ্বকাপে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তারপর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন তিনি। ওডিআই বিশ্বকাপের বাংলাদেশ ম্যাচ খেলার পরে চোটের কারণে মাঠের বাইরে থাকার পর তিনি সম্প্রতি ডিওয়াই পাটিল টু্র্নামেন্টে ২২ গজে ফিরেছেন। এই টু্র্নামেন্টে তিনি খেলছেন রিলায়েন্সের হয়ে। 

আরও পড়ুন… ভবিষ্যতে সাদা বলের ঘরোয়া টুর্নামেন্ট খেলবেন- এই শর্তেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন হার্দিক পান্ডিয়া

তাঁর গোড়ালির চোট সারিয়ে তিনি ফিরে এসেছেন এই টি-২০ ফর্ম্যাটের টু্র্নামেন্টের মধ্যে দিয়ে। সামনেই রয়েছে আইপিএল। এবারের আইপিএলে তিনি নেতৃত্ব দেবেন মুম্বই ইন্ডিয়ান্স দলকে। ঘটনাচক্রে এবারের নিলামের আগেই তাঁকে ট্রেডিংয়ের মধ্যে দিয়ে গুজরাট টাইটানস থেকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। পরবর্তীতে দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্বে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর এমন আবহেই শেষ কয়েক বছরে ব্যক্তি হার্দিক পান্ডিয়ার বদলে যাওয়া নিয়ে এক অজানা দিক তিনি তুলে ধরেছেন। হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, শেষ ২-৩ বছরে প্রয়োজন ছাড়া তিনি নাকি বাড়ির বাইরেই বের হননি তিনি।

আরও পড়ুন… OFC v EBFC Live Match: এগিয়ে গিয়েও জিততে পারল না ইস্টবেঙ্গল, ২-১ জিতল ওড়িশা

ইউকে ০৭ রাইডারের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি জানিয়েছেন, ‘আমার সম্বন্ধে আমার ভক্তরা অনেক কিছুই জানে। তবে যে বিষয়টি তারা জানে না তা হল আমি এখন আর বাড়ি থেকে সেই ভাবে বের হই না। শেষ ২-৩ বছরে আমি বাড়ি থেকে খুব কমবার বাইরে বের হয়েছি। আমি বাড়ি থেকে তখন বেরিয়েছি যখন বিষয়টিকে এড়িয়ে যাওয়ার কোনও রকম রাস্তা ছিল না। আমি এখন ঘরে থাকতেই ভালোবাসি। নিরিবিলিতে আমার বেশ ভালো লাগে। আমার মনে আছে এমন একটা সময়ে গিয়েছে যখন আমি একটানা ৫০ দিন বাড়ির বাইরে পা রাখিনি। সবসময়ে আমি এই সময়টা বাড়িতে থেকেছি।আমার বাড়িতে থাকতে গিয়ে কিন্তু কোনও রকমের কোন সমস্যা হয়নি।’

আরও পড়ুন… ISL 2023-24 Points Table: ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান-মুম্বইকে পিছনে ফেলে টেবিলের এক নম্বর স্থান মজবুত করল ওড়িশা

প্রসঙ্গত হার্দিক পান্ডিয়া অনেক সময়েই সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ের শিকার হন। তাঁর হাবভাব, চলাফেরা, তাঁর জীবনধারণের পদ্ধতি নিয়ে তাঁকে নানা সময়ে কটাক্ষ শুনতে হয়েছে। তাঁর ফ্যাশন সেন্স,ট্যাটু সবকিছু নিয়েই কোনও না কোন সময়ে তিনি আক্রমণের মুখে পড়েছেন। তবে সোশ্যাল মিডিয়াকে যে তিনি সেই ভাবে গুরুত্ব দেন না সে কথাও স্পষ্ট করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে বা হচ্ছে না তা নিয়ে আমি একেবারেই চিন্তিত না।আমি এই বিষয় নিয়ে কোনও দিন কোন মন্তব্য করিনি এখনও করব না। আমি বিষয়গুলোকে একেবারেই পাত্তা দিইনা।’ পাশাপাশি তিনি এদিন আইপিএলে তাঁর প্রথম ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পাওয়া নিয়েও একটি মজার কাহিনি শুনিয়েছেন। হার্দিক বলেন, ‘আমি মনে করেছিলাম যে ক্রিকেটার ম্যান অফ দ্য ম্যাচ হয় যে পুরস্কার মূল্যের সব টাকাটাই পায়। তাই যখন প্রথমবার আমি (আইপিএলে) ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলাম ভেবেছিলাম পুরো টাকাটাই আমার। পরে আমি বুঝলাম না আমি যা জানতাম ঠিক না । কারণ ওই টাকাটা গোটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কারণ দিনের শেষে তো এই (ক্রিকেট) খেলাটা একটা দলগত খেলা।’

ক্রিকেট খবর

Latest News

‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.