২০২৪ টি২০ বিশ্বকাপে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স করে উঠতে পারেননি। গ্রুপ লিগের তিন ম্যাচে মাত্র ৫ রান করেছিলেন। বৃহস্পতিবার সুপার আটের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কোহলি ২৪ বলে ২৪ করে আউট হয়ে যান। সেই সঙ্গে তাঁর মতো প্লেয়ার হতাশাজনক ভাবে ক্যাচ মিসও করেন। যা দেখে সকলেই হতবাক হয়ে যান।
আরও পড়ুন: ভিডিয়ো- সেরা ফিল্ডারের তালিকায় অক্ষরের নাম শুনে চমকে উঠলেন কোহলি, প্রতিক্রিয়া হল ভাইরাল
কোহলি নিঃসন্দেহে একজন ভালো ফিল্ডার। কিন্তু তিনি আফগানদের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে একটি সহজ ক্যাচ ফেলে দেন। এই বিষয়টিই সবচেয়ে বেশি অবাক করে দেয় ক্রিকেট প্রেমীদের। বিরাট কোহলি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে, সহজ ক্যাচটি তিনি ফেলে দেবেন।
আরও পড়ুন: হাফসেঞ্চুরি করে ভারতকে অক্সিজেন দিলেন, ম্যাচের সেরা হয়ে কোহলির নজির ছুঁলেন সূর্য
ঠিক কী ঘটেছিল?
ঘটনাটি ঘটে ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান যখন তৃতীয় ওভারে ব্যাট করছিলেন। দ্বিতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজ ৮ বলে ১১ করে আউট হয়ে গিয়েছিলেন। জসপ্রীত বুমরাহ তাঁকে সাজঘরে ফেরান। এর পর তৃতীয় ওভারের আর্শদীপ সিং বল করতে আসেন। চতুর্থ বলে স্ট্রাইকে ছিলেন ইব্রাহিম জাদরান। ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে ইব্রাহিম জাদরানের ক্যাচটিই মিস করেন কোহলি। বল কোহলির মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। খুব একটা কঠিন ক্যাচ ছিল না। বিশেষ করে কোহলির মতো একজন ফিল্ডারের জন্য।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে অনন্য নজির ফারুকির, ভাঙলেন ১০ বছর আগের রেকর্ডও
মাথায় হাত রোহিতের
এই সুযোগ হাতছাড়া করে বিরাট নিজেই মুষড়ে পড়েন। যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না ক্যাচটি তিনি ফেলে দিয়েছেন। আর এমন সহজ সুযোগ নষ্ট দেখে, হতবাক হয়ে যান দলের অধিনায়ক রোহিত শর্মাও। কোহলি এমন সহজ ক্যাচ মিস করতে পারেন, ভাবতেও পারেননি রোহিত। মাথায় হাত পড়ে যায় রোহিতের। পরে অক্ষর প্যাটেলের বলে ৮ করে (১১ বলে) সাজঘরে ফেরেন জাদরান।
কী হল ম্যাচে?
ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং-এর দুর্দান্ত বোলিংয়ের হাত ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত টানা চতুর্থ জয় নথিভুক্ত করেছে। ভারত আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে সুপার এইট পর্বের গ্রুপ ওয়ানের নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরির হাত ধরে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৮১ রান করে টিম ইন্ডিয়া। ২৮ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কার সৌজন্যে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন সূর্য। এছাড়া হার্দিক পান্ডিয়া ২৪ বলে ৩২ রান করেন, তিনটি চার এবং দুটি ছক্কার হাত ধরে।
আফগানিস্তান রান তাড়া করতে নামলে বুমরাহ এবং আর্শদীপ তিনটি করে উইকেট তুলে নেন, যার ভিত্তিতে ভারত আফগানিস্তানকে ২০ ওভারে ১৩৪ রানে গুটিয়ে দেয়। আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ২০ বলে সর্বোচ্চ ২৬ রান করেন। তিনি মারেন দু'টি চার এবং একটি ছক্কা।