২০২৪ টি২০ বিশ্বকাপের সুপার আট পর্বের নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে দিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচের পরেও দলের ফিল্ডিং কোচ টি দিলীপ একজন খেলোয়াড়কে সেরা ফিল্ডার হিসেবে ঘোষণা করেছেন এবং তাঁকে পুরস্কৃত করেছেন। তবে এই সময়ে বিরাট কোহলিকে দু'টি ঘটনায় হতবাক হতে দেখা যায়।
সাজঘরে নেওয়া হল সেরা ফিল্ডারের নাম
রশিদ খানের নেতৃত্বাধীন দলকে পরাজিত করার পর ভারতীয় ড্রেসিংরুম ফুরফুরে মেজাজে ছিল। ফিল্ডিং কোচ দিলীপ সেরা ফিল্ডার হিসেবে বিজয়ীর নাম ঘোষণার আগে, সেরা হওয়ার তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের নাম বলেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সময় রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্তের মতো খেলোয়াড়দের প্রচেষ্টার জন্য প্রশংসিত করা হয়। কিন্তু কোহলি অবাক হয়েছিলেন অক্ষরের নাম শুনে।
আরও পড়ুন: হাফসেঞ্চুরি করে ভারতকে অক্সিজেন দিলেন, ম্যাচের সেরা হয়ে কোহলির নজির ছুঁলেন সূর্য
অক্ষরের নাম নেওয়ার পরই হতবাক কোহলি
ফিল্ডিং কোচ দিলীপ যখন আফগানিস্তান ম্যাচে পর সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অক্ষরের নাম নেন, তখন তারকা অলরাউন্ডার নিজেই বিস্মিত হন। আর অক্ষরের পাশে বসে থাকা বিরাট কোহলিও হতবাক হয়ে যেন আকাশ থেকে পড়েন। তার পর অক্ষরের প্রতিক্রিয়া দেখে হোহো করে হেসে ওঠেন বিরাট। হাত মেলান তারকা অলরাউন্ডারের সঙ্গে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে অনন্য নজির ফারুকির, ভাঙলেন ১০ বছর আগের রেকর্ডও
এর পর দিলীপ বলেন, ‘একজন বিশেষ অতিথি বিজয়ীকে পদক উপহার দিতে আমাদের সঙ্গে থাকবেন।’ এর তিনি সেই অতিথিকে আমন্ত্রণ জানাতে দরজার খোলেন। কিন্তু দরজা বন্ধ করে আবার ফিরে এসে বলেন যে, সেই অতিথি আর কেউ নন, তিনি রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের নাম শুনে বিরাট কোহলি আবার চমকে ওঠেন এবং হাসতে শুরু করেন।
আরও পড়ুন: আফগানিস্তানের ১০ ব্যাটারই ক্যাচ আউট হলেন, T20 World Cup-এ এমন নজির হল দ্বিতীয় বার
দ্রাবিড়কে কোলে তুলে নেন জাদেজা
রবীন্দ্র জাদেজার গলায় সেরা ফিল্ডারের পদর পরিয়ে দেন দ্রাবিড়। পদক পাওয়ার পর জাদেজা বলেন, ‘এই পদকটি খুবই গুরুত্বপূর্ণ। এই পদক পেয়ে আমি খুবই খুশি এবং মহম্মদ সিরাজের কাছ থেকে আমি খুবই অনুপ্রাণিত। ধন্যবাদ সিরাজ, চিয়ার্স!’ এর পরেই জাদেজাও কোলে তুলে নেন কোচ দ্রাবিড়কে। তাঁর এই কাণ্ড দেখে সাজঘরে উপস্থিত কেউই হাসি চাপতে পারেননি। আফগানিস্তান ম্যাচের পর ভারতীয় ড্রেসিংরুমে এমন সুন্দর মুহূর্তের ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
কী হল ম্যাচে?
ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং-এর দুর্দান্ত বোলিংয়ের হাত ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত টানা চতুর্থ জয় নথিভুক্ত করেছে। ভারত আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে সুপার এইট পর্বের গ্রুপ ওয়ানের নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরির হাত ধরে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৮১ রান করে টিম ইন্ডিয়া। ২৮ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কার সৌজন্যে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন সূর্য। এছাড়া হার্দিক পান্ডিয়া ২৪ বলে ৩২ রান করেন, তিনটি চার এবং দুটি ছক্কার হাত ধরে।
আফগানিস্তান রান তাড়া করতে নামলে বুমরাহ এবং আর্শদীপ তিনটি করে উইকেট তুলে নেন, যার ভিত্তিতে ভারত আফগানিস্তানকে ২০ ওভারে ১৩৪ রানে গুটিয়ে দেয়। আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ২০ বলে সর্বোচ্চ ২৬ রান করেন। তিনি মারেন দু'টি চার এবং একটি ছক্কা।