ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফির রোমাঞ্চ চলছে। এই ব্লকবাস্টার টেস্ট সিরিজে, উভয় দলই এখন অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দিন-রাত্রির টেস্ট ম্যাচে ফিরছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কিন্তু এবার কি ভারতীয় দলে দেখা যাবে অভিজ্ঞ স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে।
৫ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলা হয়েছিল পার্থে। এই ম্যাচে টিম ইন্ডিয়া ২৯৫ রানের বিশাল ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। তারকা স্পিন বোলার রবীন্দ্র জাদেজা এবং আর অশ্বিন, যারা পার্থ টেস্টে টিম ইন্ডিয়ার প্লেয়িং একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন, তারা কি দিন রাতের টেস্ট ম্যাচে দলে জায়গা করে নিতে পারবেন। নাকি ভারতীয় দল আবারও ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেবে। এর মাঝেই প্রশ্ন উঠছে রোহিত কি ওপেন করবেন নাকি নীচের দিকে নেমে যাবেন। এর পাশাপাশি হর্ষিত রানা নাকি আকাশদীপ কে দলে সুযোগ পাবেন?
সুন্দর কি অ্যাডিলেডে তার জায়গা ধরে রাখবেন?
তথ্য পাওয়া যাচ্ছিল যে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া পিঙ্ক বল টেস্ট ম্যাচে তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডার খেলোয়াড় ওয়াশিংটন সুন্দরের সঙ্গে মাঠে নামতে পারে। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও বিস্ময় করার ক্ষমতা রয়েছে সুন্দরের। এমন পরিস্থিতিতে তাকে আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজার চেয়ে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
পার্থ টেস্টের কথা সামনে রেখে বিচার করলে কী মনে হচ্ছে-
দিন-রাত্রির টেস্ট ম্যাচের প্লেয়িং একাদশ সংক্রান্ত বিসিসিআই সূত্র থেকে প্রাপ্ত তথ্যে এটাই স্পষ্ট করেছে যে তারা শুধু সুন্দরের সঙ্গেই যেতে চান। নির্ভরযোগ্য বিসিসিআই সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়াকে বলা হয়েছে, ‘অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুন্দরের খেলার ৯০% সম্ভাবনা রয়েছে।’ আমরা আপনাকে বলি যে পার্থে খেলা প্রথম টেস্ট ম্যাচে, সুন্দর প্রথম ইনিংসে খুব বেশি পারফর্ম করতে পারেনি, যেখানে তিনি কোনও উইকেট নিতে পারেননি এবং ব্যাট হাতে মাত্র চার রান করেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে, তিনি ২৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, পাশাপাশি বল হাতে ২টি উইকেট শিকার করেছিলেন। এমন অবস্থায় সুন্দরের জায়গাটা বিপদে পড়বে বলে মনে হয় না।
আরও পড়ুন… BGT 2024-25: ওকে বল করতে দেখা যাবে- দলের ভয়ঙ্কর অলরাউন্ডারের সুস্থ হওয়ার খবর দিলেন নাথান লিয়ন
অঙ্ক বদলাতে পারে সুযোগ পেতে পারেন অশ্বিন-
বুধবার যারা ভারতীয় দলের অনুশীলন ছিলেন তাদের রিপোর্ট অনুযায়ী, গম্ভীর দীর্ঘক্ষণ অশ্বিনের সঙ্গে কথা বলেছিলেন। অনুশীলন শুরু হওয়ার আগেই নেটে অশ্বিন চলে এসেছিলেন। তিনি দীর্ঘক্ষণ ব্যাট করেছিলেন। অনেকেই মনে করছেন অ্য়াডিলেডের পিচ দেখে ও অশ্বিনের রেকর্ড দেখে তাঁকেই খেলানো হত পারে। তাই দীর্ঘক্ষণ নেটে সময় কাটাচ্ছে অশ্বিন। এদিকে পিচ কিউরেটর বলেছেন এই পিচ স্পিনের সহায়ক হবে,তাই অনেকেই মনে করছেন অশ্বিনই হয়তো গম্ভীরের প্রথম পছন্দ হবেন।
এবার প্রশ্ন হল হর্ষিত রানা নাকি আকাশদীপ-
বুধবার অনুশীলনে হর্ষিতকে দেখা যায়নি। এদিকে আকাশদীপ দীর্ঘক্ষণ নেটে বিরাট, রোহিতদের বল করেছেন এবং তাদের থেকে প্রশংসা পেয়েছেন। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচেও ভালো খেলেছিলেন আকাশদীপ। ফলে পিঙ্ক বলের টেস্টে অনেকে আকাশদীপের জল্পনাকে উড়িয়ে দিচ্ছেন না।
কত নম্বরে নামবেন রোহিত-
অনেকেই মনে করছেন যে রোহিত তাঁর ওপেনিং-এর জায়গাটা কেএল রাহুলের জন্য ছেড়ে দিতে পারেন। তবে সূত্রের খবর, রাহুল হয়তো নীচের দিকে নামতে পারেন। রোহিতই ওপেন করতে আসবেন। এর কারণ হল সাংবাদিক সম্মেলনে রাহুল জানিয়েছিলেন তিনি যে কোনও জায়গাখেলতে পারবেন। এখ দেখার টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধা্ত নেয়।