অ্যাডিলেডের গোলাপি বলের টেস্টে রোহিত শর্মা ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। তবে তিনি এই স্থানে নেমে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। রোহিত শর্মাকে নিয়ে করা টিম ইন্ডিয়ার পরীক্ষাটি খারাপভাবে ব্যর্থ হয়েছিল। কারণ ভারত অধিনায়ক ছয় নম্বরে নেমে দুই ইনিংসে ৩ এবং ৬ রান স্কোর করেছিলেন। এই সময় বড় রান না করেই সাজঘরে ফিরেছিলেন হিটম্যান।
পিঙ্ক বল টেস্ট ম্য়াচটি অস্ট্রেলিয়া ১০ উইকেটে জেতে। অ্যাডিলেড টেস্ট জিতে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে লড়াইয়ে ফিরেছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। এখন শনিবার থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্য়াচ। ব্রিসবেনের গাব্বায় খেলা হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি। এখন সকলের একটাই প্রশ্ন এবার কি রোহিত শর্মা নিজের জায়গায় ফিরে আসবেন নাকি ব্যাট করবেন ছয় নম্বরেই।
আরও পড়ুন… World Chess Championship: জেতা ম্যাচ ড্র করে সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন গুকেশ
বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশীলন সেশন থেকেই এর ইঙ্গিত পাওয়া গেছে। অনেকেই মনে করছেন রোহিত শর্মা নিজের জায়গা অর্থাৎ ওপেনিংয়ে ফিরে আসবেন। রিপোর্ট অনুযায়ী, আউট অফ ফর্মে থাকা রোহিত শর্মা নেটে নতুন বলের মুখোমুখি হয়েছিলেন এবং দীর্ঘক্ষণ ধরে নতুন বলের সঙ্গে সময় কাটিয়েছেন।
আরও পড়ুন… ZIM vs AFG: T20I-তে অঘটন! রশিদ খানের আফগানিস্তানকে চার উইকেটে হারিয়ে দিল জিম্বাবোয়ে
নতুন বল হাতে থাকা পেসারদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। এই সময়ে নেটে রোহিত শর্মাকে বল করেছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ। অনেকেই মনে করছেন এর ফলে বোঝা যাচ্ছে রোহিত শর্মা হয়তো নিজের পুরানো জায়গায় ফিরে আসবেন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে কিন্তু রোহিত শর্মা নতুন বলে ভারতীয় পেসারদের মুখোমুখি হননি। তবে এবার হিটম্যান সেই কাজটি করলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ম্য়াচের মাঝে আম্পায়ারের সামনেই নীতীশ রানার সঙ্গে আয়ুষ বাদোনির ঝামেলা
রোহিত শর্মা বর্তমানে নিজের খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন। গত ১২টি টেস্ট ইনিংসে মাত্র দুবার মাত্র একটি অর্ধশতক করেছেন। আটটি একক-অঙ্কের স্কোর সহ তিনি একাধিকবার ২০-র উপরে রান করার আগেই আউট হয়ে গিয়েছিলেন।
পার্থ টেস্টে রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুল ওপেন করেছিলেন। সিরিজের প্রথম টেস্টে জিতেছিল ভারত। রাহুলও ব্যাট হাতে সফল হয়েছিলেন। তবে দ্বিতীয় টেস্টে ভারতের হয়ে ওপেন করে সেভাবে সফল হতে পারেনি কেএল রাহুল। সে কারণেই মনে করা হচ্ছে সিরিজের বাকি অংশের জন্য মিডল অর্ডারে ফিরতে পারেন কেএল রাহুল। এবং তেমনটা হলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনারের স্লটটিতে ফিরতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।