অজি ব্যাটার মার্নাস ল্যাবুশানের সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথিউ হেইডেন। আসলে রবিবার ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে মহম্মদ সিরাজ একটি ঘটনা ঘটান, যার ফলে নিজের মনোসংযোগ হারিয়ে ফেলেন মার্নাস ল্যাবুশান। এরপরেই আউট হয়ে যা তিনি। এই ঘটনাকে সামনে রেখে মার্নাস ল্যাবুশানের ক্লাস নিলেন হেইডেন। প্রাক্তন অজি তারকা মনে করেন এরপরেই নিজের মনোসংযোগ হারান মার্নাস ল্যাবুশান, সেই কারণেই তিনি আউট হয়ে যান।
মার্নাস ল্যাবুশানের সঙ্গে কী ঘটেছিল?
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যখন ব্যাট করছিল, তখন ৩৩তম ওভারে, একটি বল করার পর, মার্নাস ল্যাবুশানের প্রান্তে চলে যান মহম্মদ সিরাজ। সেখানে গিয়ে উইকেটের দুটি বেইলের অবস্থান পরিবর্তন করেন সিরাজ। যা দেখে অবাক হয়ে যান মার্নাস ল্যাবুশান। সিরাজ তার বোলিং এন্ডে ফিরে আসার পরে মার্নাস ল্যাবুশান সেই বেলের পজিশনগুলি উল্টে দেন। যা দেখে বিরক্ত হয়েছেন হেইডেন। তাঁর মতে, মার্নাস ল্যাবুশানের এই সব বিষয়ে মাথা না দেওয়াই উচিত ছিল, তার বদলে সে যদি নিজের খেলায় মন দিত তাহলে ভালো খেলতে পারত এবং তার বদলে তিনি কিছু রান করতে পারতেন।
আরও পড়ুন… তাঁর নেতৃত্বে SMAT 2024-র ফাইনালে উঠেছে MP, এবার কি RCB-র দায়িত্ব নেবেন? কী বললেন রজত পতিদার?
মার্নাস ল্যাবুশানের উপর রেগে যান ম্যাথিউ হেইডেন-
এই কারণেই গাব্বা টেস্টের প্রথম ইনিংসে মার্নাস ল্যাবুশানের আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান ম্যাথিউ হেইডেন তাঁর সমালোচনা করেছেন। প্রকৃতপক্ষে, ল্যাবুশানের উইকেটের আগে, ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজ বেইলের পজিশন বদল করেন এবং তার মনোযোগ অন্য দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তাঁর ফাঁদে পড়ে যান এবং পরের ওভারেই নিজের একাগ্রতা হারান এবং সেই কারণে আউট হয়ে যান। মহম্মদ সিরাজের অ্যাকশনে মার্নাস ল্যাবুশানের প্রতিক্রিয়াটিকে অপ্রয়োজনীয় বলে মনে করেন ম্যাথিউ হেইডেন।
আরও পড়ুন… জেসন গিলসপি পাকিস্তান ক্রিকেট টিমের কোচের পদ কেন ছাড়লেন? সামনে এল বড় কারণ
মার্নাস ল্যাবুশানকে বোকা বানালেন মহম্মদ সিরাজ, আউট করলেন নীতীশ রেড্ডি
৩৩তম ওভারে স্ট্রাইকার এন্ডে ছিলেন মার্নাস ল্যাবুশান। সেই সময়ে বেলের বিনিময় করেন মহম্মদ সিরাজ। সে সময় সেখানে উপস্থিত ছিলেন মার্নাস ল্যাবুশান। সিরাজ বোলিংয়ে ফেরার সঙ্গে সঙ্গেই আবার বেইল বদল করেন মার্নাস ল্যাবুশান। সিরাজ অবশ্য মার্নাস ল্যাবুশানের উইকেট পাননি, তবে পরের ওভারে তাকে আউট করে অবশ্যই প্যাভিলিয়নের পথ দেখান নীতীশ রেড্ডি। স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন বিরাট কোহলি। মার্নাস ল্যাবুশানে ৫৫ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান।
দেখুন সেই ঘটনার ভিডিয়ো-
আরও পড়ুন… সচিনের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি
মার্নাস ল্যাবুশান কে নিয়ে কী বললেন ম্যাথিউ হেইডেন?
এরপরেই মার্নাস ল্যাবুশানের সমালোচনা করেন ম্যাথিউ হেইডেন। তিনি বলেছেন, ‘সে ৫৫টি বল দেখেছে, তার এটা করার দরকার ছিল না। আমি ক্রিজে থাকলে, বোলার এমনটা করলে আমি পাত্তাই দিতাম না। এটা আমার কোন ব্যাপার নয়। আমি বোলারের দিকেও তাকাই না। সে কি করছে সেদিকে আমি মনোযোগ দিই না। সে আমার জায়গার ধারে কাছেও আসতে পারেনি। আসলে, আমি সম্ভবত তাকে আমার জায়গা থেকে বের করে দিতে চাইতাম সে এমনকি ঘণ্টা বাজানোর আগেই।’
দ্বিতীয় দিনের শেষে ম্যাচের কী অবস্থা-
দ্বিতীয় দিনের খেলা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান। ক্রিজে অ্যালেক্স ক্যারির সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক। ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ সেঞ্চুরি পূর্ণ করেছেন। জসপ্রীত বুমরাহ এখন পর্যন্ত পাঁচটি উইকেট নিয়েছেন। অন্য সাফল্যটি পেয়েছেন নীতীশ রেড্ডি ও মহম্মদ সিরাজ। বড় স্কোরের দিকে এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া।