শুভব্রত মুখার্জি- ওডিআই বিশ্বকাপের ফাইনাল হারের ব্যর্থতা কাটিয়ে উঠতে মরিয়া ভারতীয় দল। হতাশা ঝেড়ে তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম ম্যাচে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। মাত্র ৪২ বলে এক মারকাটারি ইনিংস খেলেছেন সূর্যকুমার। ৮০ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। সূর্যকুমার যাদবকে আটকাতে প্রথম টি-২০ ম্যাচে হিমশিম খেয়েছে অজি বোলাররা। কীভাবে সূর্যকে আটকানো যেতে পারে সেই বিষয়ে সে দিন কোনও পরিকল্পনাই যেন ছিল না অজি বোলারদের। কীভাবে সূর্যকে থামানো যেতে পারে সেই বিষয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার জেসন বেহরেনডর্ফ এক লাইনে এক হাস্যকর উপায় বাতলে দিয়েছেন।
রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সূর্যকুমারকে কী করে থামানো যেতে পারে এই প্রসঙ্গে বলতে গিয়ে জেসন বেহরেনডর্ফ মজার ছলে বলেন, ‘অন্যকে বল দিয়ে দেব (যাতে জেসন বেহরেনডর্ফকে মার খেতে না হয়)।’ ম্যাচের আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসন বেহরেনডর্ফ জানান, ‘ভারতের সকলেই খুব ভালো ক্রিকেটার। আমাদের তাদের সামনে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে তাদেরকে প্রতি মুহূর্তে অনুমান করতে হবে যে পরের বলে কী হতে চলেছে। এটা করতে পারলেই আসতে পারে সাফল্য। সব সময় ওদের থেকে একধাপ (পরিকল্পনা) এগিয়ে থাকার চেষ্টা করতে হবে। তবে সেটা সব সময়ে করাটা বেশ কঠিন। এটাই বাস্তব। এটাই আমাদের মানতে হবে। আমাদের হয়তো কিছু সময়ে লাইন, লেন্থ অথবা কিছু সময়ে গতির পরিবর্তন করতে হবে। যাতে করে সবসময় বিপক্ষ ব্যাটারকে চিন্তা করতে হয় যে এরপরের বলটা কি আসছে বা বোলার কী করতে চলেছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি সৌভাগ্যবান। যে আমি ভারতে যতবার খেলেছি ততবার বল সুইং করেছে। তাই আমার লক্ষ্য নিজের যেটা শক্তি তাতেই নজর দেওয়া। প্রথম প্রথম পরিবেশ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বলকে সুইং করানোই আমার লক্ষ্য। আমার লক্ষ্য হল পাওয়ারপ্লেতে যত বেশি সম্ভব উইকেট তুলে নেওয়া। আর বেশ কয়েকটি ম্যাচ ধরে এই কাজটা আমি করতে সমর্থ হয়েছি। দেখতে হবে বল প্রথমদিকে সুইং করছে কিনা। আর তা যদি করে তাহলে আমার যেটা শক্তি, বল সুইং করানো সেটা করাই আমার লক্ষ্য থাকবে। আমি যতটা সম্ভব সোজা অর্থাৎ উইকেটের মধ্যে বল করার চেষ্টা করেছি। কারণ আমি জানি ভারতে বল খুব দ্রুত আউটফিল্ডের উপর দিয়ে যায়। ফলে একটু ভুলচুক হলেই ব্যাটার তার সুযোগ নেবে।’