প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিতে নেমে সিরিজ জেতাতে পারলে খুশি হবেন যে কোনও ক্যাপ্টেনই। তাও আবার প্রতিপক্ষ যদি অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী হয়, তাহলে বাড়তি তৃপ্তি পাওয়াই স্বাভাবিক। রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ জিতে টি-২০ সিরিজ পকেটে পোরার পরে সূর্যকুমার যাদবের চোখেমুখে ধরা পড়ছিল তেমনই তৃপ্তির ছাপ।
যদিও ম্যাচের মাঝে উদ্বেগের ছায়া যে দেখা যায়নি সূর্যকুমারের শরীরি ভাষায়, এমনটা নয় মোটেও। বরং তুলনায় ছোটখাটো পুঁজি নিয়ে শিশির সমস্যার সঙ্গে কীভাবে মোকাবিলা করা যাবে, সেটা ভেবেই যথেষ্ট চাপে ছিলেন ভারত অধিনায়ক। শেষমেশ সব কিছুই তাঁদের অনুকূলে যাওযায় হাসি মুখে মাঠ ছাড়তে পারেন ভারতীয় তারকারা।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার যাদব মজা করে বলেন, ‘টস ছাড়া সব কিছুই ঠিকঠাক গিয়েছে।' সঙ্গে তিনি যোগ করেন, ‘ছেলেরা লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, আমাদের কাছে সব থেকে বড় বিষয় হল সেটাই। ম্যাচের আগে টিম মিটিংয়ে সকলকে বলেছিলাম যে, মাঠে গিয়ে নির্ভিকভাবে নিজেদের মেলে ধরো। পরিস্থিতি যেমনই হোক না কেন, সবাই মাঠে ঠিক সেটাই করেছে।’
শিশির সমস্যার জন্যই গুয়াহাটির তৃতীয় টি-২০ ম্যাচে হারতে হয়েছে ভারতকে। রায়পুরেও শিশিরের কথা ভেবেই টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে এমন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার নতুন কৌশল খুঁজে বার করেন ক্যাপ্টেন সূর্যকুমার। তিনি দলের স্পিনারদের দিয়ে শুরুর দিকে যত বেশি সম্ভব বল করিয়ে নেন। ইনিংসের ১২ ওভারের মধ্যেই অক্ষর প্যাটেলের বোলিং কোটা শেষ হয়ে যায়।
অক্ষরকে দিয়ে পাওয়ার প্লে-তেও বল করান সূর্য। এমন পিচ ও পরিস্থিতিতে স্পিনারদের পক্ষে পাওয়ার প্লে-তে বল করা মোটেও সহজ নয়। যদিও ৪ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে অক্ষর ক্যাপ্টেনের আস্থার যথাযথ মর্যাদা রাখেন। তিনি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
আরও পড়ুন:- India Women Squad: রিচার সঙ্গে ভারতের টেস্ট ও T20I স্কোয়াডে বাংলার সাইকা-তিতাস
শিশির সমস্যা এড়ানোর এমন কৌশলের প্রসঙ্গে জানতে চাওয়া হলে সূর্যকুমার বলেন, ‘অক্ষরকে চাপে ফেলতে ভালো লাগে। যেভাবে চাপ সামলে ও বল করল, অবিশ্বাস্য।’
ডেথ ওভারে বোলিংয়ের পরিকল্পনা নিয়ে সূর্যকুমার বলেন, ‘পরিকল্পনা ছিল একেবারে সহজ। ডেথ ওভারে স্টাম্পের লাইনে ক্রমাগত ইয়র্কার বল করো। তার পরে যা হবে দেখা যাবে।’ বলাবাহুল্য, ক্যাপ্টেন সূর্য তথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সব পরিকল্পনাই এদিন যথাযথ কাজে লেগে যায়।