ভারতীয় দল শেষবার যখন ব্রিসবেন টেস্টে মাঠে নামে, ঋষভ পন্ত দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করে জয় এনে দেন দলকে। পন্ত প্রথম ইনিংসে ২টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৩ রান করেন। তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ঝুলিয়ে দেওয়া বিরাট রানের টার্গেট তাড়া করতে নেমে পন্ত ১৩৮ বলে অপরাজিত ৮৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। তিনি সেই ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা মারেন। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল ৩২৮ রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩ উইকেটে জয় তুলে নেয়। ফলে ভেঙে পড়ে অজিদের গাব্বার দুর্গ।
এবার ভারতীয় দল যখন ব্রিসবেন টেস্টে মাঠে নামে, চলতি বর্ডার-গাভাসকর ট্রফি ১-১ সমতায় দাঁড়িয়ে। এমন অবস্থায় টিম ইন্ডিয়া পুনরায় ব্রিসবেনে অজিদের দর্পচূর্ণ করতে তাকিয়ে রয়েছে ঋষভ পন্তের ব্যাটে। চলতি সিরিজের প্রথম ২টি টেস্টে সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি পন্ত। তবে ব্রিসবেন টেস্টের আগে তাঁকে রীতিমতো আত্মবিশ্বাসী শোনায়।
এবার ব্রিসবেন টেস্টের আগে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনায় পন্ত স্পষ্ট জানান যে, গাব্বায় পা দেওয়া মাত্রই ইতিবাচক একটা অনুভূতি হয় তাঁর। বাড়তি আত্মবিশ্বাসী মনে হচ্ছে নিজেকে।
পন্ত বলেন, ‘দারুণ লাগছিল। যখন ঢুকি (গাব্বায়), ইতিবাচক অনুভূতি হচ্ছিল। মনোভাবটাই অনেক ইতিবাচক হয়ে যায়। বাড়তি আত্মবিশ্বাসী মনে হয় নিজেকে। সমতায় দাঁড়িয়ে থাকা সিরিজে ভালো কিছু করার জন্য নিজেকে অনুপ্রাণিত মনে হয়।’
পন্ত পরক্ষণেই নিজের খেলার ধরণ ও মানসিকতা নিয়ে বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী খেলাটা আমার কাছে বড় শিক্ষা বলে বিবেচিত হয়। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে বার করা কখনও কখনও কঠিন হয়ে দাঁড়ায়। তবে আমি সর্বদা নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করি।’
পরিস্থিতি যেমনই হোক না কেন, টেস্টে ক্রিকেটে চাপের মুখেও ঋষভ পন্তকে অপ্রচলিত শট খেলতে দেখা যায়, যা সচরাচর টি-২০ ক্রিকেটের উপযোগী বলে মনে করা হয়। রিভার্স স্কুপ, অপ্রথাগত সুইপ শট মারতে কখনও পিছ পা হন না পন্ত। যদিও তিনি স্পষ্ট জানান যে, এই সব শট ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলেন তিনি। আগে থেকে পরিকল্পনা করে নয়। তাই নেটে সচরাচর এমন উদ্ভাবনী শটের অনুশীলন করেন না তিনি। পন্ত আরও জানান যে, কঠিন পরিস্থিতিতে এই সব শট খেলা তাঁর কাছে ডিফেন্স করার থেকেও অনেক নিরাপদ মনে হয়।