বর্ডার গাভাসকর ট্রফির মাঝপথেই তিন ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও মূল স্কোয়াডের কোনও ক্রিকেটার নন, বরং তিনজন রিজার্ভ বোলারকে দেশে ফেরত পাঠাচ্ছেন গৌতম গম্ভীররা।
৫ ম্যাচের লম্বা সিরিজে ক্রিকেটারদের চোট আঘাতের সম্ভাবনার কথা মাথায় রেখেই জাতীয় নির্বাচকরা মূল স্কোয়াডের সঙ্গে তিনজন রিজার্ভ পেসারকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে একের পর এক ভারতীয় ক্রিকেটারকে চোট-আঘাতের কবলে পড়তে দেখা গিয়েছে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে, নেট বোলারদের মূল স্কোয়াডে ঢুকিয়ে মাঠে নামাতে হয় ভারতকে।
সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার মুকেশ কুমার, নভদীপ সাইনি খলিল আহমেদকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে অস্ট্রেলিয়ায় পাঠায় বিসিসিআই। পার্থের নেটে খলিল আহমেদকে স্বচ্ছন্দে দেখায়নি। ফলে তাঁর বদলে যশ দয়ালকে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় জুড়ে দেওয়া হয়।
মুকেশ কুমার বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে থেকেই অস্ট্রেলিয়ায় রয়েছেন। তিনি ভারতীয়-এ দলের হয়ে বেসরকারি টেস্ট সিরিজে মাঠে নামেন। পরে যোগ দেন সিনিয়র স্কোয়াডের সঙ্গে। সাইনি অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে ১টি বেসরকারি টেস্টে মাঠে নামেন। তিনি সেই থেকে ভারতীয় দলের নেট বোলারের ভূমিকা পালন করছেন।
অস্ট্রেলিয়া সফরে ভারত ইতিমধ্যেই ২টি টেস্ট খেলে ফেলেছে। ব্রিসবেনের তৃতীয় টেস্টের পরে রোহিতদের হাতে থাকবে মেলবোর্নের বক্সিং-ডে টেস্ট ও সিডনির নিউ-ইয়ার টেস্ট। ভারতের হাতে বুমরাহ-সিরাজ-আকাশ দীপ ছাড়াও রয়েছেন হর্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণার মতো বাড়তি দুই পেসার। সুতরাং, রিজার্ভ বোলারদের আর প্রয়োজন হবে না বুঝেই তাঁদের বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামতে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
জাতীয় নির্বাচকদের মনে হয়েছে যে, জাতীয় দলে নেট বোলারের ভূমিকা পালন করার থেকে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামলে ম্যাচ পরিস্থিতিতে নিজেদের আরও পরিণত করার সুযোগ পাবেন মুকেশরা। সেই কারণেই তিন রিজার্ভ পেসারকে ছেড়ে দেয় টিম ইন্ডিয়া।
আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে জাতীয় ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। সুতরাং, নিজ নিজ রাজ্যদলের হয়ে মাঠে নামতে অসুবিধা হবে না মুকেশ কুমার, নভদীপ সাইনিদের। মুকেশ কুমার দলে ফেরায় নিঃসন্দেহে শক্তি বাড়বে বাংলা দলের। বাংলা তাদের স্কোয়াডে আগে থেকেই নাম রেখেছে মুকেশের। শামির সঙ্গে মুকেশের জুটি কতটা সফল হয়, সেটাই হবে দেখার।