মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে মাঠে নেমে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন জসপ্রীত বুমরাহ। এক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনের পরে যুগ্মভাবে ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের অনবদ্য মাইলস্টোন ছুঁয়ে ফেলেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন। মেলবোর্নেই বুমরাহর লক্ষ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। শেষমেশ সেই সম্ভাবনা সত্যি প্রমাণিত করেন জসপ্রীত।
মেলবোর্নের বক্সিং ডে টেস্টে মাঠে নেমে টেস্ট কেরিয়ারে ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জসপ্রীত বুমরাহ। মাইলফলক ছুঁতে জসপ্রীতের দরকার ছিল মোটে ৬টি উইকেট। মেলবোর্নের প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন জসপ্রীত। দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নেওয়া মাত্রই নজির গড়েন বুমরাহ।
জসপ্রীত ৪৪টি টেস্টের ৮৫টি ইনিংসে বল করে সাকুল্যে ২০০ উইকেটের মাইলস্টোন টপকান। টেস্ট সংখ্যার নিরিখে জাদেজার সঙ্গে যুগ্মভাবে ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ভারতের হয়ে টেস্টে দ্রততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের দখলে। অশ্বিন ভারতের হয়ে সব থেকে কম ৩৭টি টেস্টে মাঠে নেমে ২০০টি উইকেট সংগ্রহ করেন।
২০০ উইকেট ক্লাবের সদস্য হতে অশ্বিনের থেকে ৭টি টেস্ট বেশি লাগে জসপ্রীতের। উল্লেখ্য, রবীন্দ্র জাদেজাও বুমরাহর মতোই কেরিয়ারের ৪৪তম টেস্টে ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন।
সব থেকে কম টেস্টে ২০০ উইকেট নেওয়া ভারতীয় বোলাররা
১. রবিচন্দ্রন অশ্বিন- ৩৭টি টেস্টে।
২. জসপ্রীত বুমরাহ- ৪৪টি টেস্টে।
৩. রবীন্দ্র জাদেজা- ৪৪টি টেস্টে।
৪. হরভজন সিং- ৪৬টি টেস্টে।
৬. অনিল কুম্বলে- ৪৭টি টেস্টে।
বুমরাহ মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে স্যাম কনস্টাস ও ট্র্যাভিস হেডের উইকেট নেওয়া মাত্রই ২০০ উইকেটের মাইলস্টোন ছোঁন। সুতরাং, টেস্টে বুমরাহর ২০০তম শিকার হলেন হেড। ট্র্যাভিসকে ফেরানোর পরে একই ওভারে জসপ্রীত সাজঘরে ফেরান মিচেল মার্শকে। পরের ওভারে বল করতে এসে বুমরাহ ছেঁটে ফেলেন অ্যালেক্স ক্যারিকে। অর্থাৎ, ক্যারি টেস্টে জসপ্রীতের ২০২তম শিকার।
আরও পড়ুন:- বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এলিট লিস্টে বুমরাহ- তালিকা
সার্বিকভাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম ম্যাচ খেলে ২০০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের ইয়াসির শাহর দখলে। তিনি ৩৩টি টেস্টে মাঠে নেমে ২০০ উইকেটের মাইলস্টোন টপকে যান। ২০১৮ সালে আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে এমন কৃতিত্ব অর্জন করেন তিনি। সার্বিক তালিকায় অশ্বিন (৩৭টি টেস্টে) রয়েছেন ইয়াসির ও অস্ট্রেলিয়ার গ্রিমেটের (৩৬টি টেস্টে) পিছনে তৃতীয় স্থানে। বুমরাহ এই তালিকায় যুগ্মভাবে ১৩ নম্বরে জায়গা করে নেন।