পার্থ টেস্টে মন্দ বোলিং করেননি জোশ হেজেলউড। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নেন তিনি। তবে চোটের জন্য অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি তিনি। যদিও হেজেলউডের আদৌ চোট ছিল কিনা, সেই বিষয়ে সংশয় প্রকাশ করেন গাভাসকররা।
হেজেলউডের জায়গায় অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামেন স্কট বোল্যান্ড। তিনি পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলের পারফর্ম্যান্সে নিজের ছাপ রাখেন। বোল্যান্ড ভারতের বিরুদ্ধে ডে-নাইট টেস্টের প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট দখল করেন। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ৫টি উইকেট নেন তিনি।
তবে ভালো খেলা সত্ত্বেও ব্রিসবেনের তৃতীয় টেস্টে বাদ পড়তে হচ্ছে বোল্যান্ডকে। আসলে হেজেলউড তৃতীয় টেস্টের আগে ম্যাচ ফিট হয়ে ওঠায় তাঁকে প্রথম একাদশে ফেরাচ্ছে অস্ট্রেলিয়া। তাই হেজেলউডকে জায়গা ছাড়তে রিজার্ভ বেঞ্চে ফিরতে হচ্ছে বোল্যান্ডকে।
শুক্রবার অজি দলনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেন যে, তাঁরা উইনিং কম্বিনেশন ভেঙে ব্রিসবেন টেস্টে মাঠে নামবেন। যদিও প্লেয়িং ইলেভেনে বিস্তর রদবদল করছে না অস্ট্রেলিয়া। প্রথম একাদশে একটিমাত্র বদলের খবরে সিলমোহর দেন কামিন্স। যার অর্থ, একেবারেই পরিচিত ছন্দে না থাকা স্টিভ স্মিথ ফের মাঠে নামার সুযোগ পেয়ে যাচ্ছেন।
হেজেলউডের ফিটনেস নিয়ে আপডেট দিয়ে কামিন্স বলেন, ‘ওর কোনও সমস্যা হচ্ছে না। গতকাল নেটে দারুণ বল করে। দিন দু’য়েক আগে অ্যাডিলেডেও বল করেছে ও। মেডিক্যাল টিম ওর মাঠে নামা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী।'
ভালো খেলেও বোল্যান্ডের বাদ পড়তে চলা প্রসঙ্গে কামিন্স বলেন, ‘ওকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত সত্যিই কঠিন। ও অ্যাডিলেডে দুর্দান্ত বল করে। দুর্ভাগ্যবশত গত ১৮ মাসে ওকে বিস্তর সময় রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে। তবে যখনই মাঠে নামার সুযোগ পেয়েছে, অনবদ্য পারফর্ম্যান্স উপহার দিয়েছে। স্কটির (বোল্যান্ডের) জন্য খারাপ লাগছে। তবে সিরিজে পরের দিকে ফের সুযোগ পেতে পারে ও। আমি হতাশ হব, যদি না ও ফের মাঠে নামার সুযোগ পায়।’
ভারতের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন
উসমান খোয়াজা, ন্যাথন ম্যাকসুইনি, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যাকেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জোশ হেজেলউড।