ইনসুইং-আউটসুইং কিচ্ছুর দরকার নেই, অফ-স্টাম্পের বাইরে বল রাখলেই বাজিমাত! বিরাট কোহলিকে আউট করা কি এতই সহজ? অজি বোলাররা দেখালেন, সত্যিই তাই। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাট কোহলির আউট হওয়ার ধরণ দেখে তেমনটা মনে হওয়াই স্বাভাবিক।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে প্রতিবার আউট হয়েছেন বিরাট কোহলি। বিরাটকে আউট করতে বিশেষ বেগ পেতে হয়নি অজি বোলারদের।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কীভাবে আউট হন কোহলি
১. পার্থে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২ বলে ৫ রান করে হেজেলউডের অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে স্লিপে উসমান খোয়াজার হাতে ধরা পড়েন বিরাট।
২. পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন কোহলি।
৩. অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮ বলে ৭ রান করে মিচেল স্টার্কের অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন বিরাট।
৪. অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১ বলে ১১ রান করে স্কট বোল্যান্ডের অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন কোহলি।
৫. ব্রিসবেনের তৃতীয় টেস্টের একটি ইনিংসে ব্যাট করতে নামেন কোহল। সেই ইনিংসে ১৬ বলে ৩ রান করে হেজেলউডের অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন বিরাট।
৬. মেলবোর্নের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৮৬ বলে ৩৬ রান করে স্কট বোল্যান্ডের অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন কোহলি।
৭. মেলবোর্নের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯ বলে ৫ রান করে মিচেল স্টার্কের অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাট বাড়িয়ে স্লিপে উসমান খোয়াজার হাতে ধরা পড়েন বিরাট।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির ৪টি টেস্টের ৭টি ইনিংসে ব্যাট করতে নামেন কোহলি। ১টি ইনিংসে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন তিনি। বাকি ৬টি ইনিংসেই কোহলি অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে হয় স্লিপে, নতুবা উইকেটকিপারের দস্তানায় ধরা দিয়ে সাজঘরে ফেরেন। স্বাভাবিকভাবেই একইভাবে আউট হওয়ার এই ধারাবাহিকতা বিরাটের টেকনিক নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
বিরাট কোহলি এখনও পর্যন্ত এবারের অস্ট্রেলিয়া সফরে ৪ টেস্টের ৭টি ইনিংসে ব্যাট করে ২৭.৮৩ গড়ে সাকুল্যে ১৬৭ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১টি।