হতে পারে পার্থের অপটাস স্টেডিয়ামে আগের চারটি টেস্টেই টস জিতে শুরুতে ব্যাট করে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। হতে পারে এই স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে পর্যাপ্ত রান ওঠে। তবে পার্থ অস্ট্রেলিয়ার ঘরের মাঠ। এই মাঠের বাইশগজ অজিদের হাতের তালুর মতো চেনা।
অন্যদিকে ভারতের কাছে এই মাঠ এতটাও পয়া নয়। কেননা এখানে একবার মাত্র টেস্ট খেলতে নেমে হারের মুখ দেখেছে ভারতীয় দল। তার উপর এবার পার্থের পিচে উল্লেখযোগ্যভাবে ঘাস ছাড়া রয়েছে। পিচে বল সাঁই সাঁই করে ছুটবে, সেটা বোঝাই যাচ্ছিল।
তাই ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ যখন পার্থে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন, বিশেষজ্ঞরা একযোগে বলে ওঠেন, সাহসী সিদ্ধান্ত। যদিও এমন সিদ্ধান্তের বড় মাশুল দিতে হতে পারে ভারতকে, এমন আশঙ্কাও প্রকাশ করেন অনেকে।
টেস্টের প্রথম দিনে ভারত যখন ১৫০ রানে অল-আউট হয়ে যায়, আশঙ্কার কালো মেঘ ছেয়ে যায় ভারতীয় শিবিরে। তবে ভারতের পেসাররা অজি শিবিরে এমন জোরালো আঘাত হানবেন, সেটা আগেভাগে অনুমান করা মুশকিল ছিল। বুমরাহ-রানা-সিরাজ ত্রয়ীর দাপটে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অল-আউট হয়ে যায়।
ভারত মাত্র ১৫০ রান তুলেও প্রথম ইনিংসে ৪৬ রানের মূল্যবান লিড পেয়ে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে মাত্র দেড়শো রান তুলেও ভারত প্রথম ইনিংসে লিড নেবে, এমনটা স্বপ্নেও ভাবা সম্ভব ছিল না ক্রিকেটপ্রেমীদের পক্ষে।
পার্থ টেস্টের স্কোরবোর্ড দেখে যাঁরা অবাক হচ্ছেন, তাঁরা কার্যত হতবাক হবেন অন্য একটি তথ্য জেনে। আসলে ভারত এর থেকে কম রান তুলেও টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে। এমনকি প্রথম ইনিংসে ১০০-র কম রান তুলেও ভারতের প্রথম ইনিংসে লিড নেওয়ার নজির রয়েছে অতীতে।
ভারতের সব থেকে কম রান তুলে টেস্টের প্রথম ইনিংসে লিড
টেস্টে ভারতের সব থেকে কম রান তুলে প্রথম ইনিংসে লিড নেওয়ার নজির রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাও আবার টিম ইন্ডিয়া সেই কৃতিত্ব অর্জন করে কিউয়িদের ঘরের মাঠে। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অল-আউট হয়ে যায় ভারত। তবে তারা নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৯৪ রানে অল-আউট করে ৫ রানের লিড নিয়ে নেয়।
তারও আগে ১৯৩৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ভারত ১৪৭ রানে অল-আউট হয়। পালটা ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ১৩৪ রানে অল-আউট করে ভারত প্রথম ইনিংসে ১৩ রানের লিড নিয়ে নেয়।
টেস্টের প্রথম ইনিংসে সব থেকে কম রান তুলে ভারতের লিড নেওয়া ম্যাচের তালিকায় তিন নম্বরে জায়গা করে নেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্ট। অর্থাৎ, তালিকার তিনটি ম্যাচই ভারত খেলেছে বিদেশের মাটিতে।