পাক্কা ১১ দিন পরে পার্থে প্রথম টেস্ট শুরু হবে। কিন্তু সেই টেস্টে ভারতের অধিনায়ক রোহিত শর্মা আদৌও খেলবেন কিনা, তা এখনও জানেন না হেড কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে সোমবার (১১ নভেম্বর) সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের হেড কোচ বলেন, 'এই মুহূর্তে (রোহিতের খেলা বিষয়ে) কোনও নিশ্চয়তা নেই। কিন্তু ঠিক কী পরিস্থিতি হয়, সেটা আমরা আপনাদের জানিয়ে দেব। আশা করছি যে ও (প্রথম টেস্টে) খেলতে পারবে। সিরিজ শুরুর আগে আমরা সেই বিষয়টা জানিয়ে দেব।'
রোহিত না খেললে কে ওপেন করবেন?
আর রোহিত যদি পার্থে না খেলেন, তাহলে ভারতের বিকল্প ওপেনার কে হবেন, তা নিয়ে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও জানিয়েছেন গম্ভীর। তিনি জানিয়েছেন যে ভারতের হাতে যথেষ্ট বিকল্প আছে। আর রোহিতের বিকল্প ওপেনার হিসেবে টিম ম্যানেজমেন্টের ভাবনায় অভিমন্যু ঈশ্বরন এবং কেএল রাহুলের নাম আছে।
গম্ভীরের কথায়, ‘অবশ্যই দলে ঈশ্বরন আছে। কেএল আছে। তো রোহিত যদি না থাকে, তাহলে প্রথম টেস্টের আগে আমরা সিদ্ধান্ত নেব যে ওপেনার হিসেবে কে খেলবে। আমাদের হাতে বিকল্প আছে। বিষয়টা এমন নয় যে আমাদের হাতে কোনও বিকল্প নেই। আমাদের দলে যথেষ্ট বিকল্প আছে। তাই প্রথম টেস্ট চলে এলে আমরা ঠিক করব যে কোন প্রথম একাদশটা আমাদের হয়ে সেরা কাজটা করতে পারবে।’
'ওটাই তো কেএল রাহুলের সৌন্দর্য', প্রশংসায় গম্ভীর
কিন্তু রাহুলকে তো মিডল অর্ডারে খেলানো হচ্ছিল। তাঁকে মিডল অর্ডারেই ধাতস্থ হয়ে ওঠার সুযোগ দিচ্ছিল টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাঁকে কেন ওপেনিংয়ে তুলে আনা হবে? সেই বিষয়টি নিয়ে ভারতীয় দলের হেড কোচ বলেছেন, ‘এমন কিছুদিনও থাকে, যখন আপনাকে দলের অভিজ্ঞ খেলোয়াড়কে বেছে নিতে হয়। আর সেটাই তো ওর সৌন্দর্য যে ও ওপেনিং করতে পারে, ও তিন নম্বরে ব্যাট করতে পারে। আবার ও ছয় নম্বরেও ব্যাট করতে পারে। আর সেই কঠিন কাজগুলো করার জন্য আপনার প্রতিভা থাকতে হয়।'
‘কতগুলি দেশের হাতে কেএল রাহুলের মতো খেলোয়াড় আছে?’
রাহুলের ভূয়সী প্রশংসা করে গম্ভীর আরও বলেন, 'শুধু তাই নয়, ও একদিনের ক্রিকেটে উইকেটকিপিংও করে। তো আপনি ভাবুন যে কতগুলি দেশের হাতে কেএলের মতো খেলোয়াড় আছে, যে ওপেন করতে পারে, যে কোনও জায়গায় ব্যাট করতে পারে? যদি রোহিত প্রথম টেস্টে না থাকে, তাহলে ও আমাদের দলের কাজ করতে পারবে।’