শুভব্রত মুখার্জি:- ওডিআই বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর ভারতের ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছে ভারতীয় দল। এই সিরিজের শেষ ম্যাচের আগেই ভারতীয় দল সিরিজ জয় নিশ্চিত করেছে। ভারত চার ম্যাচ শেষে ৩-১ ফলে এগিয়ে রয়েছে সিরিজে। সিরিজে ভারতের সাফল্যের অন্যতম কারণ তাদের ওপেনিং জুটি। যশস্বী জসওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড় দুজনেই বেশ ভালো ফর্মে রয়েছেন। ভারতের হয়ে এই সিরিজে গুরুত্বপূর্ণ রান করেছেন টিম ইন্ডিয়ার দুই তরুণ। সিরিজের প্রথম ম্যাচেই অবশ্য এই জুটির ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয়েছিল রুতুরাজকে। তারপরে তাঁর এবং যশস্বীর কী কথা হয়েছে সেই বিষয়ে এবার মুখ খুলেছেন রুতুরাজ।
জিও সিনেমায় এক আলাপচারিতায় রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, ‘প্রথম ম্যাচের পরে আমরা (আমি এবং যশস্বী) সিদ্ধান্ত নিয়ে থাকি যে আমরা ঝুঁকিপূর্ণ সিঙ্গেলস রান আর নেব না। আমরা বাউন্ডারি মেরেই রান করার চেষ্টা করব যতটা পারব। ম্যাচে যে কোন পরিস্থিতিতেই যশস্বী এমন একজন ক্রিকেটার সে সবসময় আক্রমণাত্মক খেলা খেলতে পছন্দ করে। আমাদের মধ্যে সবসময় এটাই আলোচনা হয় যে আমরা উইকেট দেখব। উইকেট যদি ব্যাটিং সহায়ক হয় তাহলে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করব। তবে আমাদের যে লক্ষ্যটা সবসময়ে থাকে তা হল প্রথম দুটো ওভার একটু দেখেশুনে খেলার।’
প্রথম ম্যাচের রান আউট নিয়ে রুতুরাজ বলেন, ‘যশস্বী যখন প্রথম ম্যাচে রান আউট হয়ে যায় তখন ও সঙ্গে সঙ্গে সরি বলে। আমি বলেছিলাম ঠিক আছে, সমস্যা নেই। এই রকম ঘটনা ঘটতেই পারে। এটা হয়তো একটা ভুল হয়ে গিয়েছে। আর আমি এটাই বলব যে ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তাই এটা নিয়ে আমার কোন অসুবিধা নেই।’
পাশাপাশি তাঁর খেলার উপর ধোনির প্রভাব সম্বন্ধে বলতে গিয়ে রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, ‘আমি এই ফর্ম্যাটে অনেক কিছুই শিখেছি মাহি ভাইয়ের থেকে। মাহি ভাই সবসময়ে খেলাকে বোঝার চেষ্টা করেন। ম্যাচে কী অবস্থায় দল রয়েছে সেটার থেকে ও গুরুত্বপূর্ণ দল কী চাইছে এবং সেই অনুযায়ী ব্যাট করাটা আমি মাহি ভাইয়ের থেকেই শিখেছি। টি-২০ ম্যাচে সবসময়ে আমাদেরকে মানসিকভাবে এগিয়ে থাকতে হয়। ম্যাচের আগের রাতে আমি ভাবি ম্যাচে কী ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। পিচ কীভাবে খেলতে পারে। আর সেই মতো আমি নিজের মানসিক প্রস্তুতি সারি।’