সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে পরাজিত হয়ে সিরিজ আগেই হেরে বসেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে অজিদের বাগে পেয়েও চেপে ধরতে পারলেন না হরমনপ্রীত কৌররা। বুধবার তৃতীয় ম্যাচেও হারের মুখ দেখতে হয় ভারতকে। ফলে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হন হরমনপ্রীতরা। দল হারায় ব্যর্থ হয় স্মৃতি মন্ধনার লড়াকু শতরান।
পার্থে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জেতে ভারত। টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠান ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়া শুরুতে ব্যাট করতে নেমে একসময় ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা বড় রানের ইনিংস গড়ে ফেলে।
অ্যানাবেল সাদারল্যান্ডের শতরানে ভর করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৯৮ রান তোলে। সাদারল্যান্ড ৯৫ বলে ১১০ রান করে আউট হন। তিনি ৯টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া অজিদের হয়ে হাফ-সেঞ্চুরি করেন অ্যাশলেই গার্ডনার ও ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা। গার্ডনার ৬৪ বলে ৫০ রান করেন। তিনি ৫টি চার মারেন। ম্যাকগ্রা ৫০ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন। তিনিও ৫টি চার মারেন। ফোবি লিচফিল্ড ২৫ ও জর্জিয়া ভল ২৬ রানের যোগদান রাখেন।
ভারতের হয়ে ১০ ওভারে মাত্র ২৬ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন অরুন্ধতী রেড্ডি। ১টি উইকেট নিলেও দীপ্তি শর্মা ৯ ওভারে ৭৭ রান খরচ করেন। উইকেট পাননি আর কেউ।
পালটা ব্যাট করতে নেমে ভারত ৪৫.১ ওভারে ২১৫ রানে অল-আউট হয়ে যায়। ৮৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। সেই সুবাদে তারা ৩-০ ব্যবধানে সিরিজ জিতে মাঠ ছাড়ে।
ব্যর্থ হয় স্মৃতি মন্ধনার শতরান
ওপেন করতে নেমে স্মৃতি মন্ধনা ১০৯ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ১৪টি চার ও ১টি ছক্কা মারেন। অপর ওপেনার রিচা ঘোষ মাত্র ২ রান করে মাঠ ছাড়েন। ৬৪ বলে ৩৯ রান করেন হার্লিন দেওয়ল। তিনি ৪টি চার মারেন। ক্যাপ্টেন হরমনপ্রীত ২২ বলে ১২ রান করে আউট হন। জেমিমা রডরিগেজ করেন ১১ বলে ১৬ রান। খাতা খুলতে পারেননি দীপ্তি শর্মা।
অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৩০ রান খরচ করে ৫টি উইকেট নেন অ্যাশলেই গার্ডনার। ২৭ রানে ২টি উইকেট নেন অ্যালানা কিং। ২৬ রানে ২টি উইকেট দখল করেন মেগান শুট। ম্যাচের সেরা হন সাদারল্যান্ড। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন তিনি।