শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ইতিমধ্যেই ভারত জিতে নিয়েছে। ফলে কার্যত গুরুত্বহীন পঞ্চম টি-২০ ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। গত ম্যাচে রায়পুরে ভারতের হয়ে পেসার দীপক চাহার খেলেছিলেন। তবে বেঙ্গালুরুতে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। কী কারণে তাঁকে রাখা হয়নি প্রথম একাদশে, তা এবার খোলসা করে জানিয়েছেন সূর্যকুমার যাদব। রবিবার টসের সময়েই ভারত অধিনায়ক সূর্য এই ট্যাকটিক্যাল পরিবর্তনের কথাটি জানান।
আরও পড়ুন: শেষ ওভারে বাজিমাত করলেন আর্শদীপ, রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ৪-১ করল ভারত
বেঙ্গালুরুতে টসের পরে সূর্যকুমার যাদব বলেন, ‘আমরাও এদিন (বেঙ্গালুরুতে) ম্যাচে প্রথমে বল করতেই চাইতাম। আমি দলকে বলেছিলাম আলাদা করে পরিবর্তন করার কিছু নেই। কারণ দলের সবাইকে আমি বলেছি আমরা আবার দুরন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। গোটা ব্যাটিং ইউনিট যে ভাবে ব্যাট করছে, তাদের আমি বলেছি সেটা ধরে রাখতে। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখতে। ম্যাচে দলে একটি পরিবর্তন করা হয়েছে। দীপক চাহারের পরিবর্তে দলে এসেছে আর্শদীপ সিং। দীপক চাহার বাড়ি ফিরে গিয়েছে। বাড়িতে মেডিকেল সমস্যা রয়েছে আর সেই কারণেই ওকে চলে যেতে হয়েছে।’
প্রসঙ্গত দীপক চাহার শেষ বার ভারতের হয়ে খেলেছিলেন ২০২২ সালের ডিসেম্বর মাসে। এর পরেই হ্যামস্ট্রিংয়ে চোট পান দীপক চাহার। ফলে গোটা ২০২৩ মরশুমেই তাঁকে কার্যত ২২ গজের বাইরে থাকতে হয়েছে। সম্প্রতি তিনি ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে ব্যাট এবং বল হাতে ভালো পারফরম্যান্স করার পরে, ফের চলতি টি-২০ সিরিজে দলে ফিরে আসেন তিনি। চতুর্থ ম্যাচে খেলেনও। তবে মেডিকেল ইমার্জেন্সির কারণে তাঁকে ফিরে যেতে হয় বাড়িতে। ৩১ বছর বয়সী তারকা পেসার পিঠের চোটের কারণে ২০২২ সালের আইপিএল এবং টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি।