সিরিজের প্রথম ম্যাচে লড়াই চালিয়ে একটুর জন্য হার মানে ভারত। তবে অস্ট্রেলিয়া সফরে এ-দলের মাল্টি ফর্ম্যাট সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে দাপুটে ক্রিকেট উপহার দিতে ব্যর্থ হয় ভারত। ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরে বসে মিন্নু মনি-সাইকা ইশাকরা।
শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। যদিও প্রিয়া পুনিয়া ছাড়া ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কাড়তে পারেননি ভারতের আর কোনও ব্যাটার। ফলে নির্ধারিত ২০ ওভারে ভারতীয়-এ দলের মেয়েরা ৯ উইকেটের বিনিময়ে ১৩০ রান সংগ্রহ করে।
ওপেন করতে নেমে প্রিয়া পুনিয়া ২৬ বলে দলের হয়ে সব থেকে বেশি ২৯ রান করে আউট হন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। অপর ওপেনার স্বেতা শেরাওয়াত করেন ১৩ রান। ১৬ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৫ রান করেন রাঘবি বিস্ট।
১০ বলে ১২ রান করেন কিরন নভগির। তিনি ২টি চার মারেন। ১২ বলে ১১ রান করেন উমা ছেত্রী। তিনিও ২টি বাউন্ডারি মারেন। নয় নম্বরে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন মিন্নু মনি ১৩ বলে ১৭ রানের যোগদান রাখেন। তিনি ৩টি চার মারেন। এছাড়া সজীবন সজনা ৯, তনুজা কানওয়ার ৬, সায়লি সাতঘরে ৪, মেঘনা সিং ৩ ও সাইকা ইশাক ১ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৩০ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন গ্রেস পার্সনস। ৪ ওভারে ১৪ রান খরচ করে ৩টি উইকেট সংগ্রহ করেন নিকোলা হ্যানকক। ১টি করে উইকেট নেন কেট পিটারসন ও সোফি ডে।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। ওপেন করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন তালিয়া উইলসন। তিনি ৪৬ বলে ৫৩ রান করে নট-আউট থাকেন। মারেন ৬টি চার।
আরও পড়ুন:- ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক ছক্কা, গেইলকে ছুঁলেন রোহিত, দেখুন সেরা পাঁচের তালিকা
ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা নট-আউট থাকেন ৩৮ বলে ৪৭ রান করে। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ২০ বলে ২২ রান করেন চার্লি নট। তিনি ৩টি চার মারেন। ৭ বলে ৮ রান করেন কেটি ম্যাক। তিনি ২টি চার মারেন।
ভারতের হয়ে ৪ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নেন মিন্নু মনি। ৩.২ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নেন মেঘনা সিং। সাইকা ইশাক ৩ ওভারে ২২ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।