শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে বেশ ভালো ফর্মে রয়েছে ভারতীয় দল। গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচে তারা জিতেছে। কানাডার বিরুদ্ধে ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়। সুপার এইট পর্যায়েও তারা পরপর তিনটি ম্যাচ জেতে।
আর সুপার আট পর্বে নিজেদের শেষ ম্যাচে অজিদের বিরুদ্ধে শুরু থেকেই যেন ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় ব্যাটাররা। বিশেষ করে ভারত অধিনায়ক রোহিত শর্মা এদিন একেবারে খুনে মেজাজে ব্যাট করেছেন। মিচেল স্টার্ক সমৃদ্ধ অজি বোলিং অ্যাটাককে তাঁর মারমুখী ব্যাটিংয়ের বিরুদ্ধে অসহায় দেখিয়েছে। আর তাঁর ব্যাটে ভর করেই সুপার এইট পর্যায়ে তাদের শেষ ম্যাচে একাধিক নজির গড়ে ফেলেছে ভারতীয় দল।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় দল তাদের কোন একটি নির্দিষ্ট ম্যাচে প্রথম বার প্রথম ১০ ওভারের মধ্যেই দলীয় শতরান গড়ার নজির গড়ল। এদিন রোহিত বাহিনী মাত্র ৮.৪ ওভারেই দলীয় শতরান সম্পন্ন করে ফেলে। পাশাপাশি ভারতের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাওয়ারপ্লে-তে এদিনের ম্যাচে ওঠা রান তৃতীয় সর্বোচ্চ রান। এই তালিকায় প্রথমেই রয়েছে ২০২১ বিশ্বকাপে ভারত বনাম স্কটল্যান্ডের ম্যাচ। ওই ম্যাচে পাওয়ারপ্লেতে ভারতীয় দল দুবাইতে ২ উইকেট হারিয়ে ৮২ রান করেছিল। দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম টি-২০ বিশ্বকাপ অর্থাৎ ২০০৭ সালে ডারবানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। যেখানে ভারত পাওয়ারপ্লেতে এক উইকেট হারিয়ে ৭৬ রান করেছিল। তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে এদিনের ম্যাচটি। যেখানে অজিদের বিরুদ্ধে ভারতীয় দল পাওয়ারপ্লেতে এক উইকেট হারিয়ে করেছে ৬০ রান। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ২০১৪ সালের মিরপুরে খেলা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দল পাওয়ারপ্লেতে এক উইকেট হারিয়ে করেছিল ৫৬ রান।
আরও পড়ুন: 2024 T20 World Cup-এ সবচেয়ে বেশি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া, লজ্জার নজিরে শীর্ষে ক্যাপ্টেন মার্শ
এদিন ভারত প্রথমে তাদের তারকা ব্যাটার বিরাট কোহলির উইকেট হারায়। মাত্র পাঁচ বল খেলে কোন রান না করেই সাজঘরে ফেরেন তারকা ব্যাটার। ভারতের দলগত স্কোর তখন ছিল মাত্র ছয় রান। এমন অবস্থায় কাউন্টার অ্যাটাক শুরু করেন রোহিত শর্মা। তাঁর মারমুখী ব্যাটিংয়ের সামনে পড়ে তখন অজি বোলারদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। একমাত্র হেজেলউডকে বাদ দিয়ে প্রত্যেক বোলারকেই বেদম প্রহার করেন রোহিত শর্মা। মাত্র ৪১ বলে ৯২ রানের একটি মারকাটারি ইনিংস উপহার দেন তিনি। তাঁর ইনিংস এদিন সাজানো ছিল সাতটি চার এবং আটটি অনবদ্য ওভার বাউন্ডারিতে। ২২৪.৩৯ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। শেষ পর্যন্ত মিচেল স্টার্কের বলে বোল্ড হতে হয়েছে তাঁকে। ১১.২ ওভারে দলীয় ১২৭ রানের মাথায় আউট হন রোহিত শর্মা।