অস্বীকার করার উপায় নেই যে, তিন বছর আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও বিরাট কোহলি এখনও ভারতীয় ক্রিকেটের অন্যতম মুখ। তাই বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর প্রায় দু'সপ্তাহ আগে রবিবার পার্থে পৌঁছে অজি সংবাদপত্রের প্রথম পাতায় আধিপত্য ছিল তাঁর। তবে অস্ট্রেলিয়ার মিডিয়া তাদের প্রকাশনায় হিন্দি ও পাঞ্জাবি হরফের ছোঁয়া দিয়ে চমক দিয়েছে এক্ষেত্রে।
অস্ট্রেলিয়ার মিডিয়ার এই অবস্থান সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে ওঠে। ভারতীয় অনুরাগীরা কোহলির মুখ সম্বলিত সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার ছবি শেয়ার করেন বিস্তর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া সেই প্রথম পৃষ্ঠায় কোহলির খবরে শিরোনাম ছিল, ‘যুগো কি লড়াই’। একই সংবাদপত্রে পাঞ্জাবি ভাষায় একটি বিভাগও ছিল, যেখানে ভারতের তরুণ ওপেনার যশস্বী জসওয়ালকে নিয়ে একটি নিবন্ধ ছিল। যার শিরোনাম বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, 'নতুন রাজা'।
নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিরাট কোহলির জন্য
ঠিক এক সপ্তাহ আগে নিজের ৩৬তম জন্মদিন পালন করেন বিরাট কোহলি। রবিবার পারথে পৌঁছানো ভারতীয় খেলোয়াড়দের মধ্যে প্রথম ছিলেন কোহলি। রবিবার প্রায় পাঁচজন খেলোয়াড়ের একটি পৃথক ব্যাচ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। হেড কোচ গৌতম গম্ভীর-সহ বাকিরা সোমবার প্রাক-সফর সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরে মুম্বই থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা সিরিজের প্রথম ম্যাচে থাকবেন কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হওয়া ঘরোয়া মরশুমের রানের খরা দেখা যায় কোহলি ব্যাটে। ফলে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। ভারত ০-৩ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে সমালোচনার মাত্রা আরও তীব্র হয়। সিরিজে ১৫.৫০ গড়ে মাত্র ৯৩ রান সংগ্রহ করেন কোহলি, যা গত সাত বছরে হোম সিরিজে তাঁর সর্বনিম্ন গড়।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মন্তব্য করেন যে, গত পাঁচ বছরে কোনও টপ অর্ডার ব্যাটসম্যান মাত্র দু'টি টেস্ট সেঞ্চুরি করেও দলে টিকে থাকতে পারেন না। তবে গম্ভীর অজিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে প্রাক্তন ভারত অধিনায়কে সমর্থন করেন।
গম্ভীর বলেন, ‘ভারতীয় ক্রিকেটের সঙ্গে পন্টিংয়ের কী সম্পর্ক? আমি মনে করি ওর অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত, বিশেষ করে বিরাট এবং রোহিতের জন্য ওর বেশি মাথা ব্যাথা করার দরকার নেই। আমি মনে করি ওরা (রোহিত-কোহলি) অবিশ্বাস্যরকম দৃঢ় মানসিকতার। ওরা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু অর্জন করেছে এবং ভবিষ্যতেও ওরা অনেক কিছু অর্জন করতে থাকবে।’