পার্থে অনুষ্ঠিত ভারত বনাম অস্ট্রেলিয়ার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজের সময় একটি অবাঞ্ছিত ঘটনা ঘটল। ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আক্রমকে একটি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হল। আসলে একজন ভক্তের দ্বারা হয়রানির শিকার হতে হল তাঁকে। বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। এর পরেই অপটাস স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
ঘটনাটি কবে ঘটেছিল-
২৩ নভেম্বর শনিবার ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিনে ওয়াসিম আক্রম দর্শকদের ম্ধ্যে থাকা একজন ভক্তের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। যা চলতি বর্ডার-গাভাসকর সিরিজের সময় ঘটেছে। এই ঘটনা ম্যাচ চলাকালীন হয়েছিল, সেই কারণেই ম্যাচের তৃতীয় দিনে সকল অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্থে নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়ানো হয়।
এই খবর প্রকাশ করে কারা-
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষটি শুরু হয় যখন একজন ফ্যান প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, গালিগালাজ ছুড়ে দেন। পরিস্থিতি দ্রুত বেড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি কী ঘটেছিল-
সেদিন ওয়াসিম আক্রম একজন তরুণ অনুরাগীর জন্য সদয়ভাবে স্বাক্ষর দিচ্ছিলেন, যা সেই তরুণ ফ্যানের জন্য এক আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। যিনি তার আদর্শের সঙ্গে দেখা করতে উন্মুখ ছিলেন। তবে, সন্ধ্যায় পরিস্থিতি পরিবর্তিত হয়। যখন আক্রম স্টেডিয়াম ছেড়ে একটি ট্যাক্সি ডাকার জন্য বের হন, তখন একসময়ের প্রশংসক ফ্যান শত্রুতায় পরিণত হয় এবং গালিগালাজ দিতে থাকেন।
কার সঙ্গে আক্রমের ঝামেলা হয়েছিল-
উত্তেজনা যথেষ্ট বেড়ে যায়। সেই সময় নিরাপত্তাকর্মীরা দ্রুত প্রতিক্রিয়া জানায়, সেই ভক্তকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করাহয়। ওই ঘটনার সময় সেই ভক্তের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এখনও পরিষ্কার নয় যে সেই ভক্ত তখন মদ্যপান করেছিল কিনা।
পার্থে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে-
এই উদ্বেগজনক ঘটনার পরও, ক্রিকেট কর্মকর্তারা দ্রুত নির্দেশনা দেন যে আক্রমের প্রতি বর্ণবৈষম্যমূলক ব্যবহারের কোনও প্রমাণ নেই, তবে টেস্টের বাকি দিনগুলিতে সকলের সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর প্রয়োজনীয়তা স্বীকার করা হয়েছে।
আরও পড়ুন… IND vs AUS: ১৫টি টেস্টে ১৫৬৮ রান! ডন ব্র্যাডম্যানের ক্লাবে জায়গা করলেন যশস্বী জয়সওয়াল
২০১১ সালে শানিয়েরা থম্পসনের সঙ্গে ওয়াসিম আক্রমের বিয়ের পর থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত আক্রম স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ভালভাবে অবগত। উদ্বেগজনক এই ঘটনার পর, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং স্টেডিয়াম ব্যবস্থাপনা একযোগে সক্রিয় ভূমিকা নেয় সকল সদস্য এবং অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে।
পার্থ টেস্টের কী অবস্থা-
এদিকে, পার্থে মাঠে ভারত চলতি টেস্টে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তৃতীয় দিনের শেষে ম্যাচর রাশ জসপ্রীত বুমরাহদের হাতে রয়েছে। অস্ট্রেলিয়াকে এখনও ম্যাচটি জিততে হলে ৫২২ রান করতে হবে। তবে ইতিধ্যেই ১২ রানের মধ্যে তারা ৩ উইকেট হারিয়েছে।