Suryakumar Yadav's Team India wrote a new history: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখল গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে কোনও ম্যাচ জিতল ভারত। এমন একটি লক্ষ্য যা ১০০ রানের বেশি ছিল, অর্থাৎ ১২৭ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারেই তুলে দিল সূর্যকুমার যাদবের ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার ইতিহাসে প্রথমবার এমনটা ঘটল।
আরও পড়ুন… IND vs PAK: ক্যাপ্টেন তিন নম্বরে ব্যাট করতে নামলেন না কেন? হরমনপ্রীতের উপর চটলেন অঞ্জুম চোপড়া
নতুন রেকর্ড গড়ে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া-
এর আগে ২০১৬ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে এই রেকর্ডটি টিম ইন্ডিয়ার নামে ছিল। সেই ম্যাচে ভারতের সামনে ১০০ রানের লক্ষ্য ছিল। সেই ম্যাচটি ৪১ বল হাতে রেখে জিতেছিল ভারত। এই তালিকার তিন নম্বরে রয়েছে ২০১০ সালে ভারত বনাম আফগানিস্তানের ম্যাচ। ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ বল হাতে রেখে জিতেছিল ভারত। এই বছরই জিম্বাবোয়ের বিরুদ্ধে ১১৩ রান তাড়া করতে নেমে ৩০ বল হাতে রেখেই জিতেছিল ভারত। তবে গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ বল হাতে রেখে জিতে ছিল টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে জিতেছে ভারত (লক্ষ্য: ১০০-র বেশি)
৪৯ বল বাকি থাকতেই জয় বনাম বান গোয়ালিয়র ২০২৪ (লক্ষ্য: ১২৮ রান)
৪১ বল বাকি থাকতেই জয় বনাম জিম্বাবোয়ে হারারে ২০১৬ (লক্ষ্য: ১০০ রান)
৩১ বল বাকি থাকতেই জয় বনাম আফগানিস্তান ২০১০ (লক্ষ্য: ১১৬ রান)
৩০ বল বাকি থাকতেই জয় বনাম জিম্বাবোয়ে হারারে ২০১০ (লক্ষ্য: ১১২ রান)
আরও পড়ুন… IND vs BAN Live Match: বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া
ভারত বনাম বাংলাদেশের ফল কী হয়েছিল?
রবিবার গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে ভারত ১১.৫ ওভারে তিন উইকেটে ১৩২ রান করে ম্যাচ জিতে নেয়। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন হার্দিক পান্ডিয়া।