হার্দিক পান্ডিয়ার উজ্জ্বল হাফসেঞ্চুরির পর, কুলদীপ যাদবের স্পিনের জাদু- শনিবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার আট পর্বে বাংলাদেশকে ৫০ রানে পরাজিত করে টানা দ্বিতীয় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তারা সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে দিয়েছে।
এদিকে সুপার আট পর্বে এই নিয়ে টানা দ্বিতীয় হার বাংলাদেশের। শনিবার ভারতের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুলদীপ (১৯ রানে তিন উইকেট), জসপ্রীত বুমরাহ (১৩ রানে দুই উইকেট) এবং আর্শদীপ সিংদের (৩০ রানে দুই উইকেট) তীক্ষ্ণ বোলিংয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৮ উইকেটে ১৪৬ রানে। ম্যাচ জিতে স্বস্তিতে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ক্রিজে এসে প্রথম বলে ছয় মেরে, পরের বলেই আউট- গাপ্তিলের হতাশার নজির ছুঁলেন সূর্য
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর কী বললেন রোহিত?
বাংলাদেশকে হারানোর পর ফুরফুরে মেজাজে ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে তাঁর লক্ষ্য, ব্যক্তিগত নয়, দলগত পারফরম্যান্স দিয়েই সাফল্য পাওয়া। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরেই ব্যাট হাতে আক্রমণাত্মক খেলার কথা বলে আসছি। আমরা জানি আমাদের কাছ থেকে কী প্রত্যাশিত এবং আমাদের কী করা দরকার। আমাদের কী ভাবে খেলতে হবে। সব কিছু বিবেচনা করে আমরা সত্যিই ভালো খেলেছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। শুধু এখানকার হাওয়ার গতি একটু সমস্যা করছে। সব মিলিয়ে আমরা খুব বুদ্ধিমানের মতো খেলছি। এই ম্যাচে আমরা ব্যাট এবং বল- দুই বিভাগেই ভালো পারফরম্যান্স করেছি।’
এর সঙ্গে রোহিত রোহিত যোগ করেছেন, ‘আট জন ব্যাটসম্যানকেই তাদের ভূমিকা পালন করতে হবে, তা যাই ঘটুক না কেন। আাদের একজন খেলোয়াড় ৫০ রান করেছে এবং আমরা ১৯৬ রান করেছি। আমি মনে করি, টি-টোয়েন্টিতে ব্যক্তিগত হাফসেঞ্চুরি এবং সেঞ্চুরির চেয়ে গুরুত্বপূর্ণ, বোলারদের উপর চাপ তৈরি করা। আমরা এ ভাবেই খেলতে চাই। মাঠে নেমে ইতিবাচক ব্যাটিং করাই লক্ষ্য থাকে আমাদের।’
আরও পড়ুন: ছয়ে নেমে হাফসেঞ্চুরি হার্দিকের,প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন বড় রেকর্ড, ভাঙল ধোনির নজির
হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক
হার্দিকের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘ও খুব ভালো ব্যাট করছে। এই ম্যাচে যেভাবে ও ব্যাট করেছে, তা আমাদের খুব ভালো জায়গায় নিয়ে গিয়েছে। আমরা এদিনও ভালো ভাবে শেষ করতে চেয়েছিলাম। আমরা সবাই জানি, ও কী করতে পারে, এবং এই ম্যাচটি তার নিখুঁত উদাহরণ। ব্যাট এবং বল হাতে ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ও যদি এটা চালিয়ে যেতে থাকে, তাহলে আমরা ভালো জায়গায় থাকব।’