অ্যান্টিগায় টি২০ বিশ্বকাপের সুপার আটে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুরন্ত ছন্দে ভারতীয় ব্যাটাররা। হয়তো স্কোরবোর্ডে হার্দিক পান্ডিয়ার নামের পাশেই একমাত্র হাফসেঞ্চুরি লেখা থাকবে, কিন্তু এদিন সূর্যকুমার যাদব বাদে, বাকিরা যেভাবে ব্যাট করলেন, তাতে স্বস্তি পাবেন রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন: ছয়ে নেমে হাফসেঞ্চুরি হার্দিকের,প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন বড় রেকর্ড, ভাঙল ধোনির নজির
চলতি টি২০ বিশ্বকাপে ভারতের ব্যাটিং নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। কিন্তু এদিন চিন্তা দূর করলেন বিরাট কোহলিরা। সকলের মিলিত লড়াইয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৬ রান। চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার এটাই সর্বোচ্চ স্কোর। সবচেয়ে সফল ব্যাটার হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি।
উৎফুল্ল অশ্বিন
আর ভারতীয় ব্য়াটারদের আগ্রাসী মেজাজ লড়াই দেখে উৎফুল্ল রবিচন্দ্রন অশ্বিন। তারকা স্পিনার নিজের এক্স হ্যান্ডলে লিখেও ফেলেন, ‘আমরা এমন একটি পদ্ধতিতে অভ্যস্ত নই, যেখানে ব্যাটসম্যানরা ৩০-২০-র ঘরে রান করে আউট হয়ে যাচ্ছেন। তবে সময় এসেছে, বিশেষ করে প্রথমে ব্যাট করার ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। এখনও পর্যন্ত সমস্ত ভারতীয় ব্যাটারদের এটিই আসল অভিপ্রায়।’
বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু রচনা ভারতের
শনিবার ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত বিশ্বকাপ থেকেই রোহিতকে মারমুখী মেজাজে দেখা যাচ্ছে। এদিনও একই ধারা বজায় ছিল। কিন্তু বড় শট খেলতে গিয়ে ১১ বলে ২৩ করে আউট হন রোহিত। সংক্ষিপ্ত ইনিংসে ছিল ১টি ছয়, ৩টি চার। ভালো খেলছিলেন বিরাট কোহলি। প্রথম থেকেই অ্যাটাকিং শট খেলছিলেন। তিনটি ছক্কাও হাঁকান তিনি। প্রথম চার ম্যাচে মাত্র ২৯ রান করলেও এদিন ২৮ বলে ৩৭ করেন বিরাট।
একমাত্র সূর্যকুমার যাদবই ২ বলে ৬ করে আউট হন। এছাড়া ঋষভ পন্ত করেন ২৪ বলে ৩৬ রান। শিবম দুবের সংগ্রহ আবার ২৪ বলে ৩৪ রান। চারটি চার, তিনটি ছক্কার হাত ধরে হার্দিক ২৭ বলে ৫০ করে অপরাজিত থাকেন। ৫ বলে অপরাজিত ৩ করেন অক্ষর প্যাটেল। তিনি বেশি বলই পাননি খেলার জন্য। মোদ্দা কথা, এদিন সূর্য বাদে ভারতের সব ব্যাটারই ২০-এর উপর পিটিয়েই রান করেছেন। এদিন বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু রচনা করেছে টিম ইন্ডিয়া। আর তাতেই দু'শোর কাছে স্কোর করে ফেলেছে রোহিত শর্মা ব্রিগেড।