চেন্নাইয়ের টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ সকলে। সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি গড়েন অশ্বিন ১১৩ রান করার পর আউট হন যখন জাদেজা ৮৬ রান করে আউট হন। তাদের উভয় ইনিংসের ভিত্তিতে, ভারতীয় দল প্রথম ইনিংসে ৩৭৬ রান করতে সফল হয়েছিল। অশ্বিন ও জাদেজার দুর্দান্ত পারফরম্যান্স দেখে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর।
কী বললেন সঞ্জয় মঞ্জরেকর?
সঞ্জয় মঞ্জরেকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন এবং ভারতীয় দলের প্রশংসা করেছেন। মঞ্জরেকর নিজের পোস্টে লিখেছেন, এখন ভারতীয় দল যেভাবে খেলছে, তিনি ৯০-এর দশকে সে রকম একটি দলের স্বপ্ন দেখতেন। নিজের এক্স-এ পোস্ট করে সঞ্জয় মঞ্জরেকর লিখেছেন, ‘কী চমৎকার একটা দল হয়ে উঠছে টিম ইন্ডিয়া। এটা ঠিক সেই ধরনের দল যেমনটা আমি একজন ভারতীয় খেলোয়াড় হিসেবে ৯০ এর দশকে স্বপ্ন দেখেছিলাম।’ সঞ্জয় মঞ্জরেকরের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… IND vs BAN: এটা কী করলেন কোহলি? নিলেন না রিভিউ, আউট না হয়েও আউট হলেন বিরাট! রেগে লাল রোহিত শর্মা
কেমন ছিল ভারতের লড়াই-
জানিয়ে রাখি, ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এক সময় ভারতের ৬ উইকেট পড়ে গিয়েছিল মাত্র ১৪৪ রানে। এরপর অশ্বিন ও জাদেজা মিলে ১৯৯ রানের জুটি গড়ে ভারতকে বিপদ থেকে মুক্ত করেন। দুজনেই একসঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই সময়ে অশ্বিন তার টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করতে সফল হন। জাদেজা তার সেঞ্চুরি মিস করলেও, অশ্বিনের সঙ্গে যেভাবে তিনি জুটি গড়েন তা বিস্ময়কর ছিল।
অশ্বিন এবং জাদেজা ১৯৯ রানের জুটি গড়ে একটি বিশেষ রেকর্ড গড়েন তাঁরা। সপ্তম উইকেটে দুজনের মধ্যে ১৯৯ রানের পার্টনারশিপ টেস্টে যে কোনও উইকেটে ভারতের করা পঞ্চম সর্বোচ্চ জুটির রেকর্ড। এই ম্যাচের মধ্যে দিয়ে ভারতীয় দলে দীর্ঘ দিন পরে ফিরেছেন কেএল রাহুল। তবে তিনি সেভাবে পারফর্ম করতে পারননি। এই সময়ে কেএল রাহুলকে নিয়ে বড় মন্তব্য করেছেন সঞ্জয় মঞ্জরেকর।
আরও পড়ুন… আম্পায়ারদের সঙ্গে সকলের সেটিং থাকে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের কথা ফাঁস করলেন পাক তারকা
কেএল রাহুলকে নিয়ে কী বললেন সঞ্জয় মঞ্জরেকর?
এই ম্যাচের প্রথম ইনিংসে, কেএল রাহুল ভারতীয় দলের পক্ষে ভালো ব্যাট করতে ব্যর্থ হন এবং ১৬ রান করে আউট হন। প্রথম ইনিংসে কেএল রাহুলের উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বড় রান করতে ব্যর্থ হয়েছেন কেএল রাহুল। প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় মঞ্জরেকর তার এই ফর্ম নিয়ে নিজের পক্ষ উপস্থাপন করেছেন। সঞ্জয় মঞ্জরেকরের মতে, প্রতিযোগিতা তার পক্ষে থাকলেও কেএল রাহুল ব্যাট করা একটু কঠিন বলে মনে করেন।
সঞ্জয় মঞ্জরেকর ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘এটি কেএল রাহুলের গল্প। এটা একটা ভালো ব্যাপার যে টেস্ট পর্যায়ে সে সবসময় খুব ভালো ইনিংস খেলেছে কিন্তু গত কয়েক ম্যাচে এমনটা দেখা যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে খেলায় তার ইনিংসটিও ছিল খুবই বাজে। আমার কেরিয়ারের দ্বিতীয় পর্বে যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন আমার সঙ্গেও এমনটা হয়েছিল।’