বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN: ২০১৩ থেকে হোম টেস্টে ভারতের রেকর্ড দেখলে বুক কাঁপবে শাকিবদের, তবে রোহিতরা দুশ্চিন্তায় এই একটি বিষয়ে

IND vs BAN: ২০১৩ থেকে হোম টেস্টে ভারতের রেকর্ড দেখলে বুক কাঁপবে শাকিবদের, তবে রোহিতরা দুশ্চিন্তায় এই একটি বিষয়ে

বাংলাদেশ সিরিজের আগে রোহিতরা দুশ্চিন্তায় এই একটি বিষয়ে। ছবি- পিটিআই।

India vs Bangladesh: ২০২১ থেকে হোম টেস্টে ভারতের ব্যাটিং গড়ে অভাবনীয় পতন। এক থেকে পাঁচে নেমে যায় টিম ইন্ডিয়া।

২০১৩ সাল এখনও পর্যন্ত ঘরের মাঠে ভারতের টেস্ট রেকর্ড দেখলে বুক কাঁপবে বাংলাদেশের। তবে তা সত্ত্বেও একটি বিষয় দুশ্চিন্তায় রাখতে পারে টিম ইন্ডিয়াকে। নিজেদের ডেরায় ভারতীয় দল টেস্টে কার্যত একাধিপত্য দেখিয়ে আসছে সাম্প্রতিক অতীতে। যদিও ২০২১ সাল থেকে হোম টেস্টে ভারতের ব্যাটিং গড় কমেছে উল্লেখযোগ্যভাবে।

২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত ভারত ঘরের মাঠে মোট ৫১টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছে। টিম ইন্ডিয়া জয় তুলে নিয়েছে ৪০টি ম্যাচে। পরাজিত হয়েছে মোটে ৪টি টেস্টে। ৭টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। গত এক দশকে হোম টেস্টে ভারতের মতো দাপট দেখাতে পারেনি আর কোনও দল। এক্ষেত্রে ভারতের জয়-পরাজয়ের খতিয়ান ৪০-৪।

অস্ট্রেলিয়া এই নিরিখে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা ২০১৩ থেকে এখনও পর্যন্ত ঘরের মাঠে ৫৭টি টেস্ট খেলেছে। জিতেছে ৪১টি টেস্ট। পরাজিত হয়েছে ৭টি টেস্টে। ড্র হয়েছে ৯টি টেস্ট।

তবে এই ১১ বছরের সময়কালকে ২টি ভাগে ভাগ করলে শেষের দিকে ভারতের দাপট তুলনায় কমেছে বলা যায়। ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত সময়ে ভারত ঘরের মাঠে ৩৪টি টেস্টে মাঠে নেমেছে। জিতেছে ২৮টি টেস্ট এবং হেরেছে ১টি। ড্র হয়েছে ৫টি টেস্ট। এই সময়ে ভারতের ব্যাটিং গড় ছিল ৪৪.০৫। অর্থাৎ, উইকেট পিছু ভারত সংগ্রহ করে ৪৪.০৫ রান।

আরও পড়ুন:- Duleep Trophy 2024: লক্ষ্য টেস্টে ফেরা, চোট সারিয়ে দলীপ ট্রফির তৃতীয় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব

২০২১ থেকে ২০২৪ পযর্ন্ত ভারত ঘরের মাঠে ১৭টি টেস্টে মাঠে নামে। টিম ইন্ডিয়া জয় তুলে নেয় ১২টি টেস্ট। তারা পরাজিত হয় ৩টি টেস্টে। ২টি টেস্ট ম্যাচ ড্র হয়। উল্লেখযোগ্য বিষয় হল, এই সময়ের মধ্যে ভারতের ব্যাটিং গড় ৩৩.৪০। অর্থাৎ, উইকেট পিছু ভারত সংগ্রহ করে ৩৩.৪০ রান।

আরও পড়ুন:- Rahkeem Cornwall Takes 5 Wickets: একাই ৫ উইকেট কর্নওয়ালের, কেরিয়ারের সেরা বোলিংয়ে রয়্যালসকে জেতালেন রাকিম

২০১৬ থেকে ২০২০ পর্যন্ত হোম টেস্টে ভারতের ব্যাটিং গড় ছিল ৪৮.০০। এই নিরিখে বাকি সব দেশের থেকে ভারতের পারফর্ম্যান্স ছিল ভালো। অর্থাৎ, তালিকায় টিম ইন্ডিয়া ছিল সবার উপরে এক নম্বরে। তবে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে ভারতের সেই ব্যাটিং গড় ৩৩.৪০-এ নেমে যায়। ভারত চলে যায় তালিকায় পাঁচ নম্বরে।

আরও পড়ুন:- IND vs BAN: একা শাকিবেই রক্ষে নেই, বিকল্প তৈরি বাংলাদেশের, কোচের প্রছন্ন হুঁশিয়ারি

যদিও ব্যাটিং গড় উল্লেখযোগ্যরকম কমে যাওয়ার পরেও ভারত ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে দাপট বজায় রাখে বোলারদের সৌজন্যে। এখন দেখার যে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ব্যাটাররা কেমন পারফর্ম্যান্স উপহার দেন। স্পিন সহায়ক পরিস্থিতি হলে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে রোহিতদের লড়াই সহজ হবে না মোটেও।

ক্রিকেট খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.