পাকিস্তান সফরে ইতিহাস গড়েও ভারতে আসার আগে সতর্ক লিটন দাস। বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটার কোনওভাবেই আত্মতুষ্টিতে ভেসে যেতে চান না। তিনি সতীর্থদেরও সতর্ক করছেন এই বিষয়ে। সেই সঙ্গে সংবাদমাধ্যমকেও তাঁর অনুরোধ, যেন পাকিস্তান সফর নিয়ে ক্রমাগত প্রশ্ন করে তাঁদের ফোকাস ঘুরিয়ে দেওয়া না হয়।
তবে এর মাঝেই লিটন বিশেষ একটি বিষয় নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করেন, যা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই অজুহাত তৈরি করে রাখার মতো শোনাতে পারে। আসলে লিটন চিন্তিত এসজি বলের আচরণ নিয়ে।
বাংলাদেশ ঘরের মাঠে সচরাচর কোকাবুরা বলে আন্তর্জাতিক সিরিজ খেলে থাকে। পাকিস্তান সফরেও টেস্ট খেলা হয় কোকাবুরা বলে। তবে ভারত ঘরের মাঠে টেস্ট খেলে এসজি বলে। এই এসজি বলের চরিত্র কোকাবুরা বলের বিপরীত। কোকাবুরা বল পুরনো হলে তাতে ব্যাট করা তুলনায় সহজ হয়ে দাঁড়ায়। তবে এসজি বল পুরনো হলে রান তোলা মুশকিল হয়ে দাঁড়ায়।
এই প্রসঙ্গে লিটন বলেন, ‘ভারতে অন্য বলে খেলা হবে। এসজি বলের বিরুদ্ধে খেলা তুলনায় কঠিন। কোকাবুরা বল পুরনো হলে খেলা সহজ হয়। এসজি বলে বিষয়টা পুরো উলটো। এসজি বল পুরনো হলে মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়ায়।’
লিটন স্পষ্ট জানান যে, পাকিস্তান সফরে কী ঘটেছে, তা এখন অতীত। তাই বাংলাদেশের ক্রিকেটাররা যেন সেই কথা ভেবে তৃপ্ত না হয়ে পড়েন। বরং সব ভুলে সবার ভারত সফরের দিকেই মন দেওয়াই উচিত বলে মত লিটনের।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছি। তবে সেটা এখন অতীত। সামনের দিকে তাকানোটা গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের (মিডিয়ার) সাহায্য চাই। যদি পাকিস্তান সফর নিয়ে আলোচনা না করা হয়, সেটা আমাদের পক্ষে ভালো হবে। একজন খেলোয়াড় হিসেবে পাকিস্তান সিরিজ আমার কাছে অতীত।’
উল্লেখ্য, গত মাসে পাকিস্তান সফরে গিয়ে অসাধ্যসাধন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সঙ্গত কারণেই তা বাড়তি সমীহ আদায় করে নিচ্ছে ক্রিকেটবিশ্বের। অ্যাওয়ে সিরিজে তো বটেই, বরং টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হারানোর কৃতিত্ব অর্জন করে তারা।
শুধু একটি বিচ্ছিন্ন টেস্ট ম্যাচ জয় নয়, বরং পাকিস্তান সফরে গিয়ে রীতিমতো দাপটের সঙ্গে পাকিস্তানকে ২ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথম টেস্টে তারা ১০ উইকেটে জয় তুলে নেয়। বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জেতে ৬ উইকেটের বড় ব্যবধানে। পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, এমন ঘটনার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি।