প্রায় তিন বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বরুণ চক্রবর্তী। কামব্যাক ম্যাচেই বল হাতে চমক দিলেন কেকেআরের তারকা স্পিনার। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স মেলে ধরলেন বরুণ। সেই সঙ্গে আইপিএল রিটেনশনের আগে সমীকরণ বদলে দিলেন বলা যায়।
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে বরুণ চক্রবর্তী ভারতের হয়ে মোট ৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন। সেই ৬টি ম্যাচে বল করে সাকুল্যে ২টি উইকেট দখল করেন তিনি। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ছিল ১৮ রানে ১ উইকেট।
উল্লেখ্য, এই সিরিজের আগে বরুণ চক্রবর্তী শেষবার দেশের জার্সিতে মাঠে নামেন ২০২১ সালের নভেম্বরে। অবশেষে রবিবার গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে ফেরেন বরুণ। তিনি এই ম্যাচে ৪ ওভারে ৩১ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। বরুণ সাজঘরে ফেরান তৌহিদ হৃদয়, জাকের আলি ও রিশাদ হোসেনকে। সুতরাং, আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে এটিই বরুণের সেরা বোলিং পারফর্ম্যান্স।
উল্লেখযোগ্য বিষয় হল, জাতীয় দলের হয়ে বরুণের এমন চমকপ্রদ পারফর্ম্যান্সের পরে আইপিএল রিটেনশন নিয়ে কেকেআরের সমীকরণ বদলাতে পারে। রিটেনশন ও আরটিএম কার্ড মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মোট ৬ জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এক্ষেত্রে বরুণ চক্রবর্তী কোথাও একটা পিছনের সারিতে চলে গিয়েছিলেন। কেকেআর তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে পারে, এমন সম্ভাবনাও উঁকি দিতে শুরু করে।
কেকআর আইপিএল ২০২৫-এর জন্য যে ছ'জনকে ধরে রাখতে পারে, সম্ভাব্য সেই তালিকায় বরুণের নাম নেই। আইপিএল ২০২৪-এর সেরা তারকা সুনীল নারিনকে কলকাতার ধরে রাখা নিয়ে কার্যত কোনও সংশয় নেই। নারিনের সঙ্গে আন্দ্রে রাসেলকেও সম্ভবত ধরে রাখবে কলকাতা। ফিল সল্ট আবির্ভাবেই যে রকম ছাপ রেখেছেন, তাতে কেকেআরের তাঁকে ধরে রাখার সম্ভাবনাও প্রবল।
আরও পড়ুন:- IND vs PAK Women's T20 WC: কোনও ঝুঁকি না নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের
ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার রিটেনশনের ক্ষেত্রে কেকেআরের প্রথম পছন্দ হতে চলেছেন। গত মরশুমে আইপিএল জেতানো ক্যাপ্টেনকে কোনও দল ছেড়ে দেবে, এমনটা ভাবা নিতান্ত বোকামি। এই মুহূর্তে রিঙ্কু সিং ভারতীয় ক্রিকেটে যে রকম প্রভাব তৈরি করেছেন, তাতে তাঁকে ছাড়া কেকেআর দল গড়বে বলে মনে হয় না।
বাকি রয়েছে একটি জায়গা। হর্ষিত রানার যদি ততদিন জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ না ঘটে, তাহলে তিনিই হতে পারেন কেকেআরের ধরে রাখা ষষ্ঠ ক্রিকেটার। সুতরাং, বরুণ চক্রবর্তী ছিলেন লাইনের অনেক পিছনে। এখন দেখার যে, জাতীয় দলের হয়ে বরুণের দুর্দান্ত পারফর্ম্যান্সে ছবিটা বদলায় কিনা।